ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

বিএনপির ‘বিতর্কিত মুখ’, কারো অনিশ্চিত গন্তব্য

যাহিন ইবনাত

প্রকাশিত: ২১:১৫, ২৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২৮০ আসনের জন্য ৮০০ জনকে মনোনয়ন চিঠি দিয়েছে বিএনপি। যাদের মনোনয়ন চিঠি দেয়া হয়েছে তাদের মধ্যে বিতর্কিত কিছু মুখও রয়েছে।

২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকতে যারা নানা অপকর্ম থেকে শুরু করে জঙ্গিবাদে মদদ জোগানো, দুর্নীতি ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এবার তাদের মনোনয়ন দেয়া যায়নি, তাদের স্ত্রী ও সন্তানদের মনোনয়ন দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার প্রায় ৬০ জন নতুন মুখকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। 

এসব নতুন মুখের তালিকায় রয়েছেন সাবেক ছাত্র নেতা এবং বর্ষীয়ান ও প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা। এছাড়াও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ডজনখানেক ব্যক্তি মনোনয়ন এবার ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

তবে বিএনপি মনোনয়নের চিঠি দিলেও ৩০০ আসনের প্রার্থী কে হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকদিন। প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দের চিঠি দেয়ার মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে জানাবে দলটি। এদিকে, দলীয় সূত্র বলছে, জামায়াতকে ২৫টি আসন বরাদ্ধ দেয়া হলেও ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টন নিয়ে এখনো তির্যক আলোচনা চলছে। 

এছাড়া আওয়ামী লীগের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পূর্বে বিএনপি নিজ দলীয় প্রার্থীর নাম গোপন করার কৌশল নিয়েছে। তাদের নেতারা শুধু এইটুকু বলেছেন, কোনো কারণে মূল প্রার্থীর নির্বাচন করা আটকে গেলে যেন প্রার্থী থাকে, সে জন্য বিকল্প ঠিক রাখা হচ্ছে আসনগুলোতে।

চলুন দেখে নেয়া যাক বিএনপির বিতর্কিত মুখ কারা?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারেই আস্থা রেখেছে বিএনপি। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সালাউদ্দিন কাদেরের ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তার ছেলে সামির কাদের চৌধুরীকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। অধিকাংশ আসনে বিএনপির একাধিক প্রার্থী দেয়ার ধারাবাহিকতায় রাউজানেও গিয়াস কাদেরের সঙ্গে তার ছেলেকে রাখা হয়।

এছাড়াও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরী। বর্তমানে তিনি কারাবন্দী।

তাছাড়া যুদ্ধাপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী আসন্ন নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যুদ্ধাপরাধী আব্দুল আলীমের ছেলে ফয়সাল আলীমকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। যুদ্ধাপরাধের মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর কারাগারে মারা যাওয়া রাজাকার আবদুল আলীমের ছেলেকে জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়াও একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা শাকিলাকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। জঙ্গিদের পেছনে অর্থ ঢালার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জঙ্গি সংগঠন হামজা বিগ্রেডকে অর্থায়নের অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেফতার করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলাকে। তার দুই সহকর্মী আইনজীবীকেও গ্রেফতার করা হয়েছিল। 

শাকিলার বাবা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম এক সময় ওই আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। চট্টগ্রাম-৫ আসনে শাকিলার পাশাপাশি দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম ফজলুল হককেও চিঠি দেয়া হয়েছে একই আসনে। জানা গেছে, ওই আসনে মীর নাছিরই মূল প্রার্থী। তিনি কোনো সমস্যায় পড়লে বিকল্প রাখা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টুর দুই ভাই টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই ভাই হচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা।

সুলতান সালাউদ্দিন কয়েক মাস ধরে কারাগারে আছেন। বিএনপি নেতা ও বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বিরুদ্ধে অভিযোগ, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে মামলার অন্যতম আসামি মুফতি হান্নান ও তার ভাই মাওলানা তাজউদ্দিনসহ অন্য আসামিরা তার কাছে হামলার পরিকল্পনার কথা জানান।

এছাড়া চারদলীয় জোট সরকার আমলে জেএমবি নেতা বাংলা ভাইয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগে বিতর্কিত হওয়া তিন বিএনপি নেতাকে এবারো দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- বিএনপি-জামায়াত জোট সরকার আমলের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক (রাজশাহী-১), উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২) ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা (রাজশাহী-৪), এবং মিজানুর রহমান মিনু ও নওগাঁওর আলমগীর কবির। 

এসব নেতাদের বিরুদ্ধে ২০০১-২০০৬ সালে বিএনপি শাসনামলে জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কারাবন্দী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীকে নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো যুদ্ধাপরাধীকে আমরা ধানের শীষ প্রতীক দেব না। কেউ যুদ্ধাপরাধ না কইরা থাকলে তাকে মনোনয়ন দিতে অসুবিধা কী? জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধাও আছে।

অন্যদিকে, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না- উচ্চ আদালতের এই রায়ের পর অনিশ্চিত হয়ে পড়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকজন নেতার নির্বাচনের ভবিষ্যৎ। দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার তিন আসনে বিকল্প তিনজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

আরো যাদের নিবার্চন করা অনিশ্চিত হয়ে পড়েছে তারা হলেন- সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউলাহ আমান, বিএনপি সমর্থিত চিকিৎসকদের নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মশিউর রহমান এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল ওহাব।

এছাড়াও দুদকে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাই এসব নেতাদের নিবার্চন অংশ নেয়া প্রায় অনিশ্চিত।

এছাড়া আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে বিতর্কিত হওয়া গোলাম মাওলা রনিকে এবার বিএনপি মনোনয়ন দিয়েছে পটুয়াখালী-৩ আসনে। বর্তমান ও সাবেক ছাত্রদল এবং যুবদলের দুই ডজনের বেশি নেতাকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

এই তালিকায় রয়েছেন- ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসান, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন। তাছাড়া ৩৫ পেশাজীবীসহ এবার নতুন মুখের পাশাপাশি তারকাদেরকেও প্রার্থী করেছে বিএনপি।

নিউজওয়ান২৪/জেডআই

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত