বার্সেলোনার বিরুদ্ধে পাল্টা মামলা করলেন নেইমার
খেলা ডেস্ক
নেইমার
নেইমারকে নিয়ে পিএসজি-বার্সেলোনার লড়াইটা শেষ হয়েছে গত ৩ আগস্ট। তবে নেইমার ও বার্সেলোনার লড়াইটা আবার নতুন করে চাঙ্গা। বলা উচিত, লড়াইটা এখন জমজমাট। চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণ চেয়ে নেইমারের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছে বার্সেলোনা। সেই মামলায় লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার পাল্টা মামলা ঠুকে দিল বার্সেলোনার বিরুদ্ধে। নেইমার মামলার হুমকিটা দিয়েছিলেন আগেই। বলেছিলেন, চুক্তির শর্ত অনুযায়ী বার্সেলোনা তার এজেন্ট এবং বাবা নেইমার সিনিয়রকে প্রতিশ্রুত ২৬ মিলিয়ন ইউরো দেয়নি বার্সেলোনা। এই টাকা চেয়ে ফিফার কাছে নালিশ করবেন তিনি।
কিন্তু হুমকি দিলেও পরে একটু যেন পিছিয়ে যান নেইমার। সেই সুযোগে বার্সেলোনা উল্টো তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণের মামলা করে বসেছে। জবাব দিতে নেইমারও দেরি করলেন না। তার ও তার বাবার রয়্যালটি বোনাসের সেই বকেয়া টাকা চেয়ে বার্সার বিরুদ্ধে ফিফার কাছে মামলা করলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নেইমারের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর বার্সেলোনার সঙ্গে নতুন করে ৫ বছরের চুক্তি করেন নেইমার। ওই চুক্তির ফলে ২০২১ সাল পর্যন্ত নেইমার হয়ে যান বার্সেলোনার খেলোয়াড়। চুক্তির শর্তানুযায়ী রয়্যালটি বোনাস হিসেবে নেইমারের এজেন্ট এবং বাবা নেইমারকে সিনিয়রকে ২৬ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু নেইমার গত ৩ আগস্ট রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফঅর ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় বার্সেলোনা তার বাবাকে সেই প্রতিশ্রুত টাকা দিতে অস্বীকৃতি জানায়।
বার্সার দাবি, শর্তানুযায়ী নেইমারের বাবাকে বোনাসের ও টাকা দেওয়ার কথা চুক্তির এক বছর পূর্ণ হওয়ার পর। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই পিএসজিতে যোগ দিয়ে উল্টো নেইমারই চুক্তি ভঙ্গ করেছে। বার্সেলোনার এই অভিযোগের জবাবে নেইমারের নতুন ক্লাব পিএসজি বলেছে, চুক্তির সব ধারা সঠিকভাবে মেনেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে তারা। নেইমারের বাবার দাবি, প্রতিশ্রুত টাকা না দিয়ে বার্সেলোনা উল্টো তাকে ব্ল্যাকমেইল করেছে। যাতে নেইমার পিএসজিতে যোগ দিতে না পারে! বোনাসের সে প্রাপ্য টাকা পাওয়ার আশা নিয়ে নেইমার তাই এবার দ্বারস্থ হলেন ফিফার। তার হয়ে তাকে আইনী সহায়তাদানকারী প্রতিষ্ঠান এনঅ্যান্ডএন অভিযোগটি দায়ের করেছে।
দেখা যাক, এবার বার্সেলোনা প্রতিশ্রুত বোনাসের টাকা না দিয়ে পারে কিনা।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল