ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বাবাকে ফেলে দিয়ে বাসে মেয়েকে হত্যা পারিবারিক দ্বন্দ্বে

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৮, ১৭ নভেম্বর ২০১৮  

বাসটি জব্দ ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর শনিবার সংবাদ সম্মেলনে পিবিআই ডিআইজি বনজ কুমার

বাসটি জব্দ ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর শনিবার সংবাদ সম্মেলনে পিবিআই ডিআইজি বনজ কুমার

 

ঢাকার আশুলিয়ায় বাস থেকে এক ব্যক্তিকে ফেলে দিযে ওই বাসের ভেতরেই তার মেয়েকে হত্যার চাঞ্চল্যকর ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি বনজ কুমার মজুমদার এ দাবি করেন।

তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ড ঘটানোর জন্য বাসচালকের সঙ্গে ১০ হাজার টাকায় চুক্তি হয়েছিল।

পুলিশ জানায়, আশুলিয়ায় টাঙ্গাইলগামী একটি বাসে গত ৯ নভেম্বর সন্ধ্যায় হত্যা করা হয় জরিনা খাতুনকে (৪৫)। এসময বাস থেকে ফেলে দেওয়া হয় তার বাবা আকবর আলী মণ্ডলকে (৭০)।

পরে আকবর আলীর খবরের ভিত্তিতে ওই রাতেই ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশ থেকে তার মেয়ের লাশ উদ্ধার করা হয়।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত