বাংলাদেশ প্রত্যয়ী, বিশ্বাস নেই পাকিস্তানে
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের অলিখিতি সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। যে দল জিতবে তারাই আগামী শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে শিরোপার জন্য।
সবশেষ তিন দেখায় তিনটিতেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ঢাকায় ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাশরাফির দল। তবে ওই দলের সঙ্গে বর্তমান দলের পার্থক্য অনেক। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলে পাকিস্তান। সেই দলটির বিপক্ষেই আজ খেলবে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচটিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
বাংলাদেশ তাদের সবশেষ ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে, যার ফলে পুরো দল উজ্জীবিত। অন্যদিকে পাকিস্তান মোটেও ভালো নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের কাছে দুবার দেখায় দুবারই হেরেছে তারা। আফগানদের বিপক্ষে জয়টাও এসেছে অনেক কষ্ট করে। বোলিং পাকিস্তানের সবচেয়ে শক্তির জায়গা বলে মনে করা হয়। কিন্তু সেই বোলিংকেই এখন নখদন্তহীন মনে হচ্ছে। আর তাদের ফিল্ডিং নিয়েও বিস্তর সমালোচনা হচ্ছে। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিখ্যাত বোলিং লাইনআপ যেভাবে উইকেট পাওয়ার জন্য লড়াই করেছে তা অনেকের কাছেই বিস্ময়কর। পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির চলতি এশিয়া কাপে একটাও উইকেট নিতে পারেননি। ওয়ানডে র্যাংকিংয়ের তৃতীয় সেরা বোলার হাসান আলীও ৪ ম্যাচে মাত্র ৩ উইকেট নিতে সক্ষম হয়েছেন। বোলিং গড় ৫১-এর বেশি!
অন্যদিকে বাংলাদেশ দলের সবচেয়ে চিন্তার বিষয় ওপেনিং জুটি। লিটন দাস ৪১ রান করে কিছুটা মান রক্ষা করলেও তার ওপেনিং পার্টনার নাজমুল হাসান শান্ত ৩ ম্যাচে মাত্র ২০ রান সংগ্রহ করে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা করেছেন বেশ বাজে। তার বদলে সৌম্য সরকারকে পরের ম্যাচে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ইমরুল কায়েস ফেরাতে বেশ সুবিধা হয়েছে বাংলাদেশের।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল