ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:১০, ২৯ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিবৃতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছে।দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই নির্বাহী আদেশে সই করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার ভারত থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি।

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত