ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

বাংলাদেশে এসে মুগ্ধ কোরিয়ান ইউটিউবার দাউদ কিম

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:০৫, ২৯ ডিসেম্বর ২০২২  

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম এখন বাংলাদেশে। ঘুরেছেন বাংলাদেশের পথে-ঘাটে, খাচ্ছেন দেশি খাবার আর প্রশংসাও করছেন পুরোদমে।  

নিজ দেশে ইউটিউবার হিসেবে জে কিম ব্যাপক পরিচিত ছিলেন। ২৮ বছর বয়সী এই কোরিয়ান যুবকের জন্ম শেওনানে। আগে গান করতেন। এখন ইউটিউব ভিডিও তৈরি করেন।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিশিয়ার মতো দেশগুলো ঘুরতে গিয়ে মুসলিম ভক্তদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি ‘দাউদ কিম’ নাম ধারণ করেন।  

বাংলাদেশেও অনেক ভক্ত রয়েছে দাউদ কিমের, যার ফলে সম্প্রতি বাংলাদেশে ছুটে এসেছেন এই কোরিয়ান। ঢাকার লালবাগ এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে বেশ মজা করলেন।

লালবাগে তোলা ছবি পোস্ট করে দাউদ কিম লিখেছেন, ‘বাংলাদেশে এলাম। এরা খুব বন্ধুত্বপূর্ণ এবং সুন্দর। আমি যদি তাদের দিকে তাকাই তারা সব সময় হাসিমুখে উত্তর দেয়। এখানে এসে আমি খুব খুশি। তাদের আছে সুন্দর সংস্কৃতি, সুন্দর মানুষ, সুন্দর মন। আর খাবারটাও অসাধারণ। আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।’

নিউজওয়ান২৪.কম/এসএ 

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত