বাংলাদেশের করোনা পরিস্থিতি জানিয়ে এএফসিকে চিঠি
স্পোর্টস ডেস্ক
সংগৃহীত ছবি
১৪ এপ্রিল ঢাকা আবাহনীর এএফসি কাপের প্লে অফ ম্যাচ রয়েছে। আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। এই নিদের্শনার মেয়াদ থাকছে ১২ এপ্রিল পর্যন্ত। এর দুই দিন পর ঢাকা আবাহনীর হোম ম্যাচ আয়োজন করা অসম্ভবই দেখছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে ঢাকা আবাহনীর ম্যাচ আয়োজন করা প্রায় অসম্ভব। কারণ অনেক দেশ ইতোমধ্যে ট্রাভেল ব্যান দিয়েছে। বাংলাদেশ বিমান বন্দরেও অনেক নির্দেশনা রয়েছে। বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট জানিয়ে আমরা এএফসিকে চিঠি দিয়েছি।’
ঢাকা আবাহনীর প্রতিপক্ষ কে হবে সেটা নির্ভর করবে ৭ এপ্রিল ম্যাচের ওপর। ঢাকা আবাহনী ১৪ এপ্রিলের ম্যাচ জিতলে তখন আবার ২১ এপ্রিল ভারতে খেলতে যেতে হতো। চলমান করোনা পরিস্থিতিতে এএফসি কাপের মূল পর্ব পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন বাফুফে সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘১৪-২০ মে বসুন্ধরা কিংসের চূড়ান্ত পর্বের খেলা রয়েছে। এর আগে বাছাই পর্বের খেলাগুলো হতে হবে। প্লে অফের খেলা সঠিক সময়ে না হলে মূল পর্ব খানিকটা পেছাতে পারে।’
জুনে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। এএফসি কাপের সূচির উপর বিশ্বকাপ বাছাইয়ের পরিকল্পনা নির্ভর করছে বাফুফের। এই প্রসঙ্গে সোহাগ বলেন, ‘জুনে আমাদের তিনটি ম্যাচ রয়েছে। আমরা এ নিয়ে পরিকল্পনা করছি। এএফসি কাপের অবস্থা, লিগের কয় রাউন্ড হবে সব কিছু বিবেচনা করেই আমরা পরিকল্পনা করব।’
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল