ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ১৮ আগস্ট ২০১৭  

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বললেন, ‘আমি আমার মতো করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের সমাজে অনেক উচ্চবিত্ত রয়েছেন। তারা এগিয়ে আসলে অনেক বন্যার্ত মানুষের অবস্থা কিছুটা হলেও পাল্টাবে।’

অভিনেত্রী সোহানা সাবা বন্যার্তদের সহায়তা বিষয়ক একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘কোরবানির ঈদ সবার জন্যেই খুব আনন্দের। আমারও। নিজের অর্জিত টাকার কিছু অংশ দিয়ে গরু, খাসি, উট কোরবানি দিয়ে গরীবদের মাঝে বিলিয়ে দেই সেই মাংস। সত্যিই আনন্দের এই বন্টনে শরিক হতে পারাটা। কিন্তু এবার ভাবুন তো— বন্যা কবলিত মানুষদের কী পরিমাণ সহায়তা প্রয়োজন।

আমরা কি একবেলা মাংসের স্বাদ না দিয়ে বন্যার ত্রাণ নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না? একবার ভেবে দেখুন তো।’

অন্যদিকে অভিনেতা আদনান ফারুক হিল্লোল লিখেছেন ‘এবার সকলের কোরবানির টাকা ত্রাণ তহবিলে প্রদান বাধ্যতামূলক করা বড় জরুরি মনে হচ্ছে।’

অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘সামনে কোরবানির ঈদ। কোরবানি আপনারা অনেকেই দেবেন। কোরবানিও ত্যাগ, এটাও। আচ্ছা, কোরবানি না দিয়ে সে টাকাটা দুর্গতদের জন্য ব্যবহার করা যায় না? এবং এই ত্যাগ যার দেখার কথা, তিনি নিশ্চয় সেটা দেখবেন ও আমলে নেবেন। আর, যারা কোরবানি দেবেনই, তারাও অন্যান্য খরচ বাঁচিয়ে আপনার তরফ থেকে সহায়তার হাত প্রশস্ত রাখুন। মানুষের পাশে থাকুন।

এদিকে বন্যার ভয়াবহ তাণ্ডব। সম্ভবত স্মরণকালের সবচেয়ে নির্মম বন্যা আমরা দেখতে যাচ্ছি। একবার তাদের কথা ভাবুন, যারা সরাসরি আক্রান্ত হবেন। আমরা যখন ঈদের আনন্দে, তখন অসংখ্য মানুষ থাকবে পানিবন্দি, দীর্ঘ অনাহারে।’

নিউজওয়ান২৪.কম