ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ফের স্থগিত ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ২৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা থাকলেও ফের তা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট। 

বৃহস্পতিবার ইশতেহার ঘোষণা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ।

তিনি জানান, ইশতেহার শনিবার ঘোষণা হবে। তবে ঠিক কোন সময় ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। এর আগে বুধবার ওই ইশতেহার ঘোষণার কথা ছিল। সেদিনও ইশতেহার ঘোষণা স্থগিত করা হয়।

জানা গেছে, নির্বাচনী ইশতেহারের প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গত বুধবার ইশতেহার ঘোষণা করার কথা ছিল জোটটির। সেদিনও ঘোষণা স্থগিত করে বৃহস্পতিবার দিনক্ষণ ঠিক করা হয়।

ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডি অফিসে এই ইশতেহার ঘোষণা করা হবে। কিন্তু আজ সেখানে গেলে জানা যায় ঘোষণা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য ঐক্যফ্রন্টের ইশতেহার প্রণয়ন কমিটি রয়েছেন, জাফরুল্লাহ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, গণফোরামের আওম শফিক উল্লাহ, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত