ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

ফের রেকর্ড ভাঙলো রিজার্ভ, ছাড়াল ৪৪ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও রেকর্ড ভেঙে ৪৪ দশমিক শূন্য দুই বিলিয়ন হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

করোনা মহামারিতেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুদিন পর পর বিলিয়ন ডলারের ঘর টপকে যাওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রবাসীদের পাঠানো অর্থ এবং কম আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের ২৩ দিনে রেমিটেন্স এসেছে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার। গত কয়েক মাসের প্রতিমাসে যার পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলার।

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত