ফাইনালে টাইগারদের যারা খেলবেন
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়িন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ওয়েস্ট উইন্ডিজকে ৩৬ রানে হারায় বাংলাদেশ। সমতায় ফিরে বাংলাদেশ।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ক্যারিবীয়ানদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন টি-টোয়েন্টি সিরিজটা জিতলে হয়ে যায় সোনায় সোহাগা। শুধু তাই নয় আজ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক, নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। উইন্ডিজদের হারানোর মাধ্যমেই যেটি অর্জন হতে পারে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ১৮ বছরে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে এক সিরিজে তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে, টি-২০) খেলেছে বাংলাদেশ ১৭ বার। যেখানে একবারও প্রতিপক্ষকে তিন ফরম্যাটেই সিরিজ হারানোর গৌরব অর্জন করতে পারেনি টাইগাররা। এবার ১৮তম সিরিজে এসে সেই অনন্য কীর্তি গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবার কোনো প্রতিপক্ষকে একসঙ্গে টেস্ট, ওয়ানডে, টি-২০ তে সিরিজ হারানোর অসামান্য কৃতিত্বের অধিকারী হবে লাল-সবুজের ক্রিকেট।
শুধু বছর নয় ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরে নিউজিল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং মে-জুলাই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশও মুখিয়ে আছে আজ ম্যাচ জিততে। বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে, আজ উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে নামবে সাকিব বাহিনী।
বাংলাদেশ সফরে মাঠের লড়াইয়ে বেশ গলদঘর্ম হয়েছে উইন্ডিজরা। দুই ফরম্যাটে হারলেও আজ ফাইনাল জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে চায় সফরকারীরা।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ দল:
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, ফ্যাবিয়ান এ্যালেন, কেসরিক উইলয়ামস, কিমো পল, খারি পিয়েওে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল ও ওশানে টমাস।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল