ফণীর প্রভাব বঙ্গমাতা গোল্ডকাপেও, যুগ্ন চ্যাম্পিয়ন বাংলাদেশ-লাওস
স্টাফ রিপোর্টার
দুর্যোগ উপেক্ষা করেও বেশ দর্শক সমাগম হয়েছিল গ্যালারিতে
প্রলয়ঙ্করী ঘূর্নিঝড় ফণীর কারণে মাঠে গড়াতে পারেনি বঙ্গমাতা অনূর্ধ-১৯ প্রমীলা ফুটবলের ফাইনাল ম্যাচ। আজ শুক্রবার তাই প্রতিপক্ষ লাওসের সঙ্গে বাংলাদেশেকে যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপে।
এ কারণে দুই দেশের তরুণী ফুটবল যোদ্ধাদের দারুণ ফুটবল দেখার আশা পূরণ হলো না দর্শকদের। কারণ টুর্নামেন্টের দুই প্রতিপক্ষই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে আগের খেলাগুলোতে এবং যোগ্যতর দল হিসেবেই ফাইনালে উঠে আসে। দুর্দান্ত ফুটবল খেলেছে লাওস, তারা প্রথাম সেমিতে কিরগিজস্থানকে হারিয়েছে ৭-১ গোলে। অপরদিকে, দু’জন গুরুত্বপূর্ণ খেলায়াড়ের অনুপস্থিতিতেও দ্বিতীয় সেমিতে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।
তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টার অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিল স্বাগতিক দর্শকরা। কিন্তু অচিরেই আঘাত হানতে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফণীঢর প্রভাবে ম্যাচের আগে বৃষ্টি শুরু হয়। এতেই বারুদে ফাইনাল ম্যাচ দেখার আশা ধুয়ে-মুছে গেছে সবার। যদিও ম্যাচের নির্দিষ্ট সময়ের বেশ আগেই বৃষ্টি থেমে যায়। কিন্তু মাঠকে খেলার জন্য প্রস্তুত করা যায়নি। ফলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও লাওসকে।
এদিকে, শুক্রবার ছুটির দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও অনেক দর্শক এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। কিন্তু খেলা মাঠে না গড়ানোয় তারা হতাশ। তবে তাদের হতাশায় কিছুটা স্বস্তির প্রলেপ পড়েছে টিকিটের টাকা ফেরতের ঘোষণায়। আবহাওয়া খারাপ থাকায় অনেকে আবর মাঠে আসেননি কিন্তু টিকিট কেটে ফেলেছিলেন আগেই। তবে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, যারাই এই ফাইনালের টিকিট কিনেছিলেন, তাদের সবার টাকা ফেরত দেয়া হবে।
ফাইনাল ম্যাচ বাতিল করে বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার পর বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী মিডিয়া ব্রিফিংয়ে বলেন, যারা টিকিট কেটেছিলেন, তারা বাফুফে ভবন থেকে টাকা ফেরত নিতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের ক্রয়কৃত টিকিট দেখাতে হবে।
তবে না খেলেই এভাবে ভাগাভাগির চ্যাম্পিয়ন হওয়ায় স্বাগতিক সমর্থকরা খুব হতাশ। তাদের বিশ্বাস ছিল খেলা হলে এককভাবেই চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ। অপরদিকে, লাওসও এমনি মনে করে রেখেছিল নিশ্চিত। তাই উভয় দল এবং তাদের সমর্থকরাই কিছুটা আশাহত হন। তবে দুই দলের কেউ কেউ এমনও ভাবছেন- যাক চ্যাম্পিয়ন তো হওয়া গেছে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল