ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর নির্দেশে চামেলী খাতুন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১২, ৩ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার চামেলী খাতুন অবশেষে ঢাকায়।

তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চামেলী অনেকদিন ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেন। কিন্তু দীর্ঘ আট বছরে সেই ইনজুরি ধীরে ধীরে চামেলীকে অকেজোর দিকে নিয়ে যায়।

২০১১ সালে ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেও আর্থিক অনটনে থাকা চামেলী প্রায় ৮ বছর ধরে বিনা চিকিৎসায় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তেই জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান চামেলীর চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর সাহায্যের হাত বাড়ানোর ঘোষণা দেয় খোদ বিসিবিও। অবশেষে চিকিৎসার সকল দায়-দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আশ্বাসের অংশ হিসেবেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। শুক্রবার সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিমানে তাকে ঢাকায় আনা হয়। শারীরিক পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়।

চামেলীর সঙ্গে রয়েছেন তার মা ও বোনসহ পরিবারের তিনজন সদস্য। এ ছাড়া রয়েছেন রাজশাহী জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট। বিএসএমএমইউতে নেয়ার আগে চামেলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেয়ার কথা রয়েছে।

সকালে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে চামেলীকে দরগাপাড়া এলাকার বাসা থেকে বিমানবন্দরে নেয়া হয়। বাড়ি থেকে বিমানবন্দরে নেওয়া পর্যন্ত চামেলীর সঙ্গে ছিলেন আনসার ও ভিডিপির সদস্যরা।

নিউজওয়ান২৪/জেডএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত