ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’, গিয়াস কাদের কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ২২ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের ওসি (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়। এর মধ্যে তিনটিতে জামিনের আদেশ দেয়া হয়। তবে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলাটিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৯ মে ফটিকছড়িতে এক আলোচনায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে। পরদিন ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

সমৃদ্ধির বাংলাদেশ

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত