ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

প্রতিকূল পরিবেশেও কলকাতায় ধুমসে চলছে জয়ার থ্রিলার

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ মার্চ ২০১৯  

ভারত জুড়ে এখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছে বিভিন্ন স্তরে। চলমান প্রাকৃতিক পরিবেশও প্রতিকূল। আর সামনে নির্বাচন নিয়ে দেশও অশান্ত। তবে এসব প্রতিকূলতার মধ্যেও পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশের আলোচিত নায়িকা জয়া আহসান অভিনীত সিনেমা ‘বৃষ্টি তোমাকে দিলাম’।

মিডিয়াসহ সিনেবোদ্ধারা অবাক হচ্ছেন, সিনেমার জন্য এমন ত্রিমুখী প্রতিকূল পরিবেশেও অর্ণব পাল পরিচালিত ছবিটি দেখতে দর্শক মহলকে ব্যাপকহারে সিনেমা হল মুখী হতে দেখে।

এর কারণ কী? কারণ হচ্ছে ছবির বিষয় আর এর মুখ্য চরিত্রের অভিনয়। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার ছবি এটি। যারা ইতিমধ্যে ছবিটি দেখেছেন, প্রশংসা করছেন। পরিচালক অর্ণব বললেন, আমি নিজে বিভিন্ন সিনেমা হলে গিয়ে দেখেছি দর্শকের ভালো লাগছে ছবিটি। তিনি আরও জানালেন, শুধু শহর কলকাতা নয়, জলপাইগুড়ি, বর্ধমান, বসিরহাট, বারাসত- অর্থাৎ রাজ্যের সব জায়গা থেকেই সিনেমা নিয়ে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন তাঁরা। 

ছবির মুখ্য চরিত্র বৃষ্টি যার রূপায়ন করেছেন বাংলাদেশের জয়া। বৃষ্টির অদ্ভুত এক মানসিক অসুখ। তার মধ্যে একাধিক সত্ত্বা। এই অসুখ তাকে নিয়ে কোথায় পৌঁছবে, তা নিয়ে গল্প এগোয় ক্লাইম্যাক্সের দিকে। থ্রিলার ছবির গল্প বলে কথা। আগে থেকে বলে দিলে দেখার উৎসাহ কমে যায়। তবে দর্শক প্রথম থেকেই ছবির সঙ্গে একাত্ম হয়ে যাবেন বলেই দাবি পরিচালকের। 

তার মতে, একটা মৌলিক গল্প নিয়ে তৈরি 'বৃষ্টি তোমাকে দিলাম'। ছবির প্রযোজক রবি শেখর সিং বললেন, ‘এর জন্যই যখন অর্ণব আমাকে গল্পটি শোনায় আমি এক কথায় রাজি হয়ে যাই।’ তিনি আরও যাগ করলেন, দর্শক ছবি দেখতে দেখতে একাত্ম হয়ে যাবেন। প্রতিনিয়ত ভাবতে থাকবেন এরপর কী হবে? গল্পের লোকেশন উত্তরবঙ্গে। ছবির সঙ্গে সুন্দর লোকেশনও দর্শকের অতিরিক্ত পাওনা। 

বৃষ্টি চরিত্রে জয়ার অভিনয় দর্শককে বিমোহিত করেছে। অন্যান্য চরিত্রের মধ্যে চিরঞ্জিৎ চক্রবর্তী মনোরোগ বিশেষজ্ঞ সুব্রত সান্যালের চরিত্র রূপদান করেছেন। অন্যান্য ভূমিকায় আছেন রাজেশ শর্মা, রজতাভ দত্ত, সুব্রত দত্ত, বাদশা মৈত্র প্রমুখ।

জানা গেছে, বৃষ্টি চরিত্রটির সঙ্গে পরিচালকের পারিবারিক একটি ঘটনার যোগ রয়েছে। তার ঠাকুমা এমনই মানসিক সমস্যার রোগী ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে অর্ণবের বক্তব্য, এই ধরনের রোগী আশেপাশের মানুষের কোনও ক্ষতি তো করেই না, বরং নিজের অজান্তে নিজেরই ক্ষতি করে ফেলে, যা সে নিজেও বুঝতে পারে না। নিউজওয়ান২৪ ডেস্ক।

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছর জুড়ে বাংলাদেশ-কলকাতার সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন। অভিনয়শৈলী আর দক্ষতায় দুই বাংলার দর্শকদের মন জয় করেছেন তিনি। উপহার দিচ্ছেন একের পর এক প্রশংসিত কাজ।

গত ০৫ জানুয়ারি জয়া আহসান অভিনীত ‘বৃষ্টি তোমাকে দিলাম’র ট্রেলার প্রকাশ পাওয়ার পরই ছবিটি নিয়ে দর্শকমহলে আগ্রহের সৃষ্টি হয়।