ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

প্যারিসে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সংবর্ধিত

আবু তাহির, ফ্রান্স

প্রকাশিত: ০৩:২৪, ২৫ অক্টোবর ২০১৯  

ঐতিহ্যবাহী সিলেট বিভাগীয় জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন-ফ্রান্স শাখার  উদ্যোগ গত রবিবার   প্যারিসের একটি  অভিজাত  হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ড. একে আব্দুল মোমেনকে গণসংবর্ধনা দেয়া হয়।  

জালালাবাদ অ্যাসোসিয়েশন-ফ্রান্স এর সহসভাপতি খসরুজ্জামানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আলী হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হুসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সুনাম উদ্দিন খালিক, সালেহ আহমেদ চৌধুরী, তাহের ভার, মুক্তিযোদ্ধা জামিলুর ইসলাম মিয়া জামিল, মিজান চৌধুরী মিন্টু, আশরাফ ইসলাম, সাইফুল ইসলাম,  লেবানন জালালাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন-ফ্রান্সের সহসভাপতি আলতাফুর রহমান, সরওয়ার হোসেন টিপু, যুগ্ম সম্পাদক বাদল মিয়া, কোষাধ্যক্ষ আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ, সদস্য জে আর সুমন, আশরাফুর রহমান, রুবেল আহমদ, আজাদ উদ্দিন, আনোয়ার মিয়া, মতিউর, জুয়েল আহমদ, মাছুম আহমদ, ফরহাদ আহমদ, সুমনসহ  আরো অনেক ।

প্রধান অতিথির উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় সমেত মানপত্র পাঠ করেন অ্যাসোসিয়েশনের ট্রেজারার এএম আজাদ

বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে ফ্রান্সের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, ফ্রান্স বাংলা স্কুল, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, ছাতক দুয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্স, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবিএ, সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স,  জাউয়াবাজার উপজেলা চাই বাস্তবায়ন পরিষদ ফ্রান্স, গোল্ডেন সোসাইটি ফ্রান্স, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের নেতারা প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধিত করেন।

আলোচনায় অংশগ্রহণকারী প্রবাসী নেতারা পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দাওয়া প্যারিস-ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালুকরণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্বদেশে সরাসরি রেমিট্যান্স প্রেরণ, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নেয়া, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা, দূতাবাসের সেবার মান বৃদ্ধিসহ নানা প্রসঙ্গ তুলে ধরেন।

প্রধান অতিথি ড. একে আব্দুল মোমেন তার মন্ত্রণালয়ের এবং বর্তমান সকারের গৃহীত প্রবাসীকল্যাণমুখী নানাবিধ পদক্ষেপের বিষয়সমূহ উপস্থাপন করেন এবং প্রবাসীদের কাছ থেকে যে সকল দাসিসমূহ উঠে এসেছে সেসকল বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।  

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্বর্ধনা সভা সমাপ্তি হওয়ার পর আমন্ত্রিত অতিথিদের সম্মানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন এমএ করিম মুছাব্বির। অনুষ্ঠানের শুরুতে সুমা দাস বাংলা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করেন। 

ন্জিওয়ান২৪.কম/এলএন

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত