পোর্তোকে উড়িয়ে সেমিফাইনালে লিভারপুল
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
অ্যানফিল্ডে এসে তুলনায় জমাট ফুলবল উপহার দিয়েছিল পোর্তো৷ ঘরের মাঠে সেই দৃঢ়তা দেখাতে পারল না পর্তুগীজ দলটি৷ নিজেদের ডেরায় লিভারপুলের কাছে কার্যত আত্মসমর্পণ করে এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল পোর্তো৷ অ্যানফিল্ডের পর এস্তাদিও ডু ড্র্যাগাওয়ের দুরন্ত জয়ে শেষ আটের হার্ডল টপকে যায় প্রিমিয়ার লিগ জায়ান্টরা৷
ঘরের মাঠে পোর্তোকে ২-০ গোলে পরাজিত করেছিল লিভারপুল৷ ফিরতি লেগে পোর্তোকে তাদের ডেরায় ৪-১ গোলে বিধ্বস্ত করে মহম্মদ সালাহরা৷ দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানের একতরফা জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লিভারপুল৷
প্রিমিয়ার লিগের খেতাবের দৌড়ে থাকা লিভারপুলের হয়ে এই ম্যাচে গোল করেন সাদিও মানে, মহম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো ও ভ্যান ডিক৷ পোর্তোর হয়ে ব্যবধান কমান এডার মিলিতাও৷ ম্যাচের ২৬ মিনিটের মাথায় সালাহর পাস থেকে প্রথম গোল করেন মানে৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷ হাফটাইমের স্কোর-লাইন ছিল লিভারপুলের অনুকূলে ১-০৷ দ্বিতীয়ার্ধে লিভারপুল ৩টি ও পোর্তো ১টি গোল করে৷ অর্থাৎ মাচের শেষার্ধে মোট ৪টি গোল হয়৷
৬৫ মিনিটে আর্নল্ডের পাস থেকে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন সালাহ৷ ৬৮ মিনিটে অ্যালেক্স টেলেসের পাস থেকে গোল করে পোর্তোর ব্যবধান কমান মিলিতাও৷ ৭৭ মিনিটে হেনডারসনের পাস থেকে গোল করে পুনরায় লিভারপুলের ব্যবধান বাড়ান ফিরমিনো৷ ৮৪ মিনিটে মানের পাস থেকে লিভারপুলের শেষ গোলটি করেন ভ্যান ডিক৷
সেমিফাইনালে লিভারপুলের সামনে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে৷ কেননা, শেষ চারে তাদের মুখোমুখি লড়াইয়ে নামতে হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার৷ মেসির বার্সা কোয়ার্টার ফাইনালে আর এক প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাস্ত করেছে৷
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল