ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পোপ ফ্রান্সিস ঢাকা আসছেন

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ১০ জুলাই ২০১৭  

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস ঢাকা আসছেন। আগামী ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর ৩ দিন তিনি বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন।

৩১ বছরের মধ্যে এই প্রথম কোন পোপ বাংলাদেশে আসছেন।  এখানে তাকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেয়া হবে।

কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আসছেন তিনি। তার সফর নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে আলোচনা চলছিল। সফরের একাধিক তারিখ প্রস্তাবনায় ছিল।

সম্প্রতি উল্লিখিত তারিখের বিষয়ে ঢাকা ও ভ্যাটিকান ঐকমত্যে পৌঁছে। ১৯৮৬ সালে তৎকালীণ পোপ জন পল দ্বিতীয় সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন।

উল্লেখ্য, ফ্রান্সিস ২০১৩ সালের ১৩ মার্চ ২৬৬তম পোপ নির্বাচিত হন।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত