ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পার্থের কর্মকাণ্ডে বিস্মিত ফারুক, মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ২৬ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চিত্রনায়ক ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ঢাকা-১৭ আসনে লড়ছেন তিনি। একই আসনে তার বিপক্ষে লড়ছেন বিএনপির প্রার্থী আন্দালিব রহমান পার্থ। গত পরশু (সোমবার) তিনি ফারুকের বিরুদ্ধে ঋণ খেলাপীর অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের জন্য আদালতে রিট দায়ের করেছেন। এই ঘটনায় বিস্মিত ফারুক!

বললেন, আমার জনপ্রিয়তা দেখে হয়ত উনার মাথা নষ্ট হয়ে গেছে। যার কারণে এই ধরণের অভিযোগ এনেছেন তিনি। তবে আমিও থেমে যাবো না। আজ আমার লোকও আদালতে গেছে। আমি আইনি প্রক্রিয়ায়ই সমস্ত কিছুর জবাব দিতে চাই।

এই সময় তিনি আরো বলেন, কোনো ব্যাংক একটি টাকাও পাবে না আমার কাছ থেকে। এছাড়া আমার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকলে পার্থ এই অভিযোগ আনতেন না। তিনি এমন একজন নেত্রী যিনি সর্বদা ক্লিন ইমেজের রাজনীতি করে গেছেন।

তিনি আরো যোগ করে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগে প্রার্থীর অভাব নেই যে শেখ হাসিনা একজন ঋণখেলাপীকে মনোনয়ন দেবেন। সব কিছু যাচাই-বাছাই করে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার কাছে কেউ একটা পয়সাও যদি পেতেন তাহলে নেত্রী আমাকে মনোনয়ন দিতেন না।

বিএনপি প্রার্থী আন্দালিব রহমান পার্থর বিরুদ্ধে মানহানি ও মিথ্যেবাদিতার মামলা করবেন জানিয়ে ফারুক বলেন, এই ধরণের রাজনীতিতে আমি কখনো বিশ্বাসী না। ভোটের মাঠে পার্থ আমার সঙ্গে জিততে পারবেন না জেনেই এরকম বিতর্ক সৃষ্টি করছেন। উনি দেখেছেন শুধু চলচ্চিত্রের মানুষই নয়, এই আসনে সমস্ত জনগণ আমার প্রচারণায় নেমেছে। এতে মাথা নষ্ট হয়েছে উনার। পার্থ আমার ছেলের বয়সী। তাই পরামর্শ দিচ্ছি, বক্তৃতাবাজি করে নেতা হওয়া যায় না, জনগণের সঙ্গে সম্পৃক্ততা রাখতে হয়।

ফারুকের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত অবকাশকালীন দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করেন পার্থ। আজ বুধবার সেই রিটের শুনানির দিন ধার্য করেছে আদালত।

ঋণখেলাপি হওয়ার পরেও নির্বাচন কমিশনে তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন পার্থের আইনজীবী সাজেদ শামীম।

রিট আবেদনে ফারুকের মনোনয়ন স্থগিতের পাশাপাশি নির্বাচন কমিশনে তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানাতে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত