পান্থপথে হামলা চেষ্টার ঘটনায় নব্য জেএমবি নেতা মামুন গ্রেফতার
নিউজওয়ান ডেস্ক
রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে গত ১৫ আগস্ট হামলা চেষ্টার ঘটনায় বোমা প্রস্তুতকারী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মামুন এই ঘটনার পরিকল্পনাকারীদের একজন।
গতকাল রোববার রাত সাড়ে ৭টায় উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে পুলিশ সদর দফতরের এলআইসি শাখা ও বগুড়া পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গত ১৫ আগস্ট ঢাকার পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে পুলিশের অভিযানে সাইফুল নামে যে জঙ্গি নিহত হয় তাকে বোমা তৈরি করে তা সরবরাহ করেছিল মামুন। আটকের পর তাকে ১৫ আগস্টের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিটিসি’র কর্মকর্তারা জানান, মামুন নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের একজন নেতা। সে বোমা তৈরিতে খুবই দক্ষ। নৌ বাহিনীর সাবেক সদস্য নব্য জেএমবির আরেক শীর্ষ নেতা মাহাফুজের কাছ থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নেয় সে। এরপর থেকে সে নিজেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জঙ্গি আস্তানায় গিয়ে বোমা তৈরি করতো।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছে সে আবীর ওরফে মুয়াজ নামে এক জঙ্গির মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেয়। আবীর গত বছর গাজীপুরের পাতারটেকেরে অভিযানে মারা গিয়েছিল।
সিটিটিসি’র কর্মকরাতারা আরও জানান, মামুনের বাড়ি ঢাকার উত্তরা এলাকায়। সেখানেই সে বড় হয়েছে। উত্তরার টাউন কলেজ থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয় মামুন। এরপরই সে কথিত হিজরতের উদ্দেশে বাড়ি ছাড়ে। সে প্রায় দুই বছর বিভিন্ন আস্তানায় আত্মগোপন করেছিল।
নিউজওয়ান২৪.কম
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে