পাকিস্তানে ১৫ দিনের কারফিউ চান শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
সংগৃহীত ছবি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না পেরে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিন গড়ে সংক্রমণসংখ্যা প্রায় তিন লাখ। অক্সিজেন আর ওষুধের অভাবে হাসপাতালে দম বন্ধ হয়ে মারা পড়ছেন রোগীরা। মৃত্যুপুরীতে পরিণত দেশটি। চিতার আগুনের ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন আকাশ।
আর এমন মৃত্যুর মিছিলকে পাশ কাটিয়ে ভারতে চলমান আইপিএল স্থগিতের দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
শুধু আইপিএল-ই নয়, স্থগিত থাকা নিজ দেশের টি-টোয়েন্টি সুপার লিগ পিএসএলও এই সংকটময় সময়ে চালু না করার আবেদন জানিয়েছেন শোয়েব। এ মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে পাকিস্তানে ১০-১৫ দিনের কারফিউ জারি চান শোয়েব।
এই সাবেক স্পিডস্টারের মতে, ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ৪৫ বছর বয়সী সাবেক এ পেসার বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়, সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। আইপিএল বন্ধ করা উচিত। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি, জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’
এ সময় নিজ দেশের মানুষকেও সতর্ক করেন শোয়েব। যে কোনো সময় পাকিস্তানেও মহামারির নতুন ঢেউয়ের ধাক্কা লাগতে পারে বলে অভিমত তার। তাই আগে থেকেই সবাইকে সতর্ক থেকে এর বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছেন শোয়েব।
তিনি বলেন, ‘পাকিস্তান এখন ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন বাকি রয়েছো। মানুষজন কোনো নিয়ম মানছে না। তাই আমি সরকারকে বলব— আগামী ১০-১৫ দিনের জন্য কারফিউ জারি করুন। এখন ঈদের কেনাকাটার কোনো প্রয়োজন নেই। সবাইকে সচেতন হতে হবে এবং নিজের খেয়াল রাখতে হবে।’
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল