পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের অবিশ্বাস্য জয়
খেলা ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাটে গিয়ে সফরকারী পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেটে ৩০৮ রান। ওয়োনডে ইতিহাসে ৩০০ এর বেশি রান তাড়া করে জেতার একটি ঘটনাও ছিল না ওয়েস্ট ইন্ডিজের।
কিন্তু এদিন তারা নয়া ইতিহাস গড়লো। ৬ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে এদিন তারা জয় তুলে নেয়। প্রথমবারের মতো ৩০০ এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়লো। ক্যারিবীয়দের এই জয়ের নায়ক জেসন মোহাম্মদ। বড় টার্গেট সামনে নিয়ে দেখেশুনে খেলছিল ওয়েস্ট ইন্ডিজ।
উইকেট না হারালেও রানের গতি ছিল শম্ভুক। ৩২.১ ওভারে ১৫৬ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় তারা। জয়ের জন্য তখন তাদের ওভারপ্রতি ৮.৫০ করে রান দরকার ছিল। এ সময় ক্রিজে নামেন জেসন মোহাম্মদ। প্রথমদিকে একটু ধীরে খেলেন। ১৯ বলের মোকাবিলায় করেন ২১ রান। ৩৮ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯০ রান। শেষ ১২ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১১৯ রান।
রানরেট চল যায় ১০ এর ওপরে। তখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জয় দুরূহ মনে হচ্ছিল। এমন কঠিন অবস্থায় হঠাৎ করে জ্বলে ওঠেন জেসন মোহাম্মদ। ইমাদ ওয়াসিমকে টানা দুই বলে চার মেরে শুরু করেন ঝড়। এরপর মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলীদের মাটিতে নামিয়ে আনেন তিনি।
ব্যাটে ঝড় তুলে ৩ ছক্কা ও ১১ চারে মাত্র ৫৮ বলে ৯১ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন জেসন মোহাম্মদ। তারসঙ্গে ১ ছক্কা ও ৫ চারে ১৫ বলে অপরাজিত ৩৪ রানে ঝড়ো ইনিংস খেলেন অ্যাশলি নার্স। মোহাম্মদ ও নার্স সপ্তম উইকেটে মাত্র ৪.৩ ওভারে ৫০ রানে অবিচ্ছিন্ন থাকেন। এছাড়া কাইরন পাওয়েল ৮৬ বলে ৬১ ও এভিন লুইস করেন ৪৭ রান।
এর আগে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও কমরান আকমল ১৫ ওভারে ৮৫ রান যোগ করেন। আকমল ৪৭ রানে ফেরেন পর শেহজাদ ফেরেন ৬৭ রানে। এরপর মোহাম্মদ হাফিজ ৯২ বলে করেন ৮৮ রান। আর পাঁচ নম্বরে নেমে শোয়েব মালিক ২ ছক্কা ও ৬ চারে মাত্র ৩৮ বলে করেন ৫৩ রান।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল