পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ অজিরা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবল খোলাই হলো অস্ট্রেলিয়া। স্বাগতিকদের কাছে শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো অ্যারন ফিঞ্চের দল। গতকাল পাকিস্তানের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৩ রানে হারে তারা। এদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান।
জবাবে ৫ বল বাকি থাকতে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়হীন থেকে সিরিজ শেষ করলো থাকলো তারা। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হার দেখে অজিরা। গতকাল টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সুচনা এনে দেন দুই ওপেনার বাবর আজম ও শাহেবজাদা ফারহান।
এই দুই জনে মিলে গড়েন ৯৩ রানের জুটি। সাহেবজাদা ৩৮ বলে ৩৯ এবং বাবার আজম ৪০ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। পরে মোহম্মদ হাফিজের অপরাজিত ৩২ ও শোয়েব মালিকের ১৮ রানে লড়াকু পুঁজি পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া।
দলের পক্ষে ডেরমট ২১, মিচেল মার্শ ২১ ও অ্যালেক্স কেয়ারি ২০ রান করেন। পাকিস্তানের হয়ে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন স্পিনার শাদাব খান। এছাড়া হাসান আলী নেন দুই উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতেন শাদাব খান। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন বাবব আজম।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল