ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পাকিস্তানি নায়িকা মাহিরার বিষয়ে ঠাকরেকে শাহরুখের ওয়াদা

শোবজি ডেস্ক

প্রকাশিত: ০২:৫৮, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১৪:২১, ২০ ডিসেম্বর ২০১৬

রইসের দৃশ্যে শাহরুখ ও মাহিরা (বায়ে) প্রয়াত বাল ঠাকরের ভাতিজা রাজ ঠাকরে         -ইন্টারনেট থেকে

রইসের দৃশ্যে শাহরুখ ও মাহিরা (বায়ে) প্রয়াত বাল ঠাকরের ভাতিজা রাজ ঠাকরে -ইন্টারনেট থেকে

এরপর আর কোনো পাকিস্তানি শিল্পীকে সঙ্গে নিয়ে কাজ করবো না- শাহরুখ খান এমন ওয়াদা করেছেন চরম হিন্দুত্ববাদী সংগঠন এমএনএস (মহারাষ্ট্র নির্মাণ সংঘ) বস রাজ ঠাকরের সঙ্গে। তবে এর বিনিময়ে রাজ ঠাকরে শাহরুখকে তার মুক্তি প্রতিক্ষিত ছবি ‘রইস’ এর মুক্তি বিনা বাঁধায় হতে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এই ছবিতে পাকিস্তানি নায়িকা মাহিরা খান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ভারতীয় কাশ্মিরের উরিতে সেনানিবাসে জঙ্গি হামলায় ১৮ সেনা নিহত হওয়ার পর থেকে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান সম্পর্কে চরম অবনতি হয়। দুই দেশের সীমান্তে পরস্পরের হানায় হতাহত হয় বেশকিছু সেনাসদস্য। এই উত্তেজনার আবহ ছড়িয়ে পড়ে দেশ দুটির অন্যান্য অঙ্গনেও।

এরমধ্যে চলচ্চিত্রজগতে দাবি ওঠে পাকিস্তানি শিল্পীদের ভারতীয় শোবিজে নিষিদ্ধ করার। সে সূত্রে করন জোহরের বিগবাজেট ছবি ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ রিলিজ আটকে যায়। কারণ, ওই ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। একপর্যায়ে আরএসএস-এমএনএসের মতো ডানপন্থি সংগঠনগুলো দাবি তোলে সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দিলে তবেই এ্যায় দিল... মুক্তি পেতে পারে। তবে ভারতীয় সেনাবাহিনী এমন‘বাধ্যতামূলক দানের’ বিরোধিতা করে। প্রসঙ্গত, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটিতেও শাহরুখ অভিনয় করেছেন।

এরপর আসে শাহরুখের নিজের ছবি রইসের মুক্তির পালা। এবারও আরএসএস-এমএনএসের মতো সংগঠনগুলো ঘোষণা দেয় রইসের মুক্তিতে তারা বাধা দেবে। বিক্ষোভ দেখা দেয় বিভিন্ন স্থানে। এ ঘটনায় ঘাবড়ে যান শাহরুখ। কারণ, আরএসএস, এমএনএস, শিবসেনা- ভারতীয় রাজনীতিসহ অন্যান্য ক্ষেত্রে প্রবল ক্ষমতাধর সংগঠন। এদের সন্তুষ্ট না করে অনেক ক্ষেত্রেই চলা মুশকিল সেখানে।  

নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন সালমান শাহ’র রহস্যজনক মৃত্যুর ২০ বছর: তদন্তে এবার পিবিআই

যাহোক, অনেক কাঠ-খড় পুড়িয়ে শেষতক মুক্তি পায় ছবিটি। এবার শাহরুখ খানও সেই গ্যাঁড়াকলে পড়ার দুশ্চিন্তায় রয়েছেন রইসজাদা নিয়ে। তবে ‘পাকিস্তানি শিল্পী’ নিয়ে জটিলতায় পড়া ছবিগুলো নির্মাণ শুরুর দিকে ভারত-পাকিস্তান সম্পর্ক এমন বৈরী ছিল না।

এদিকে, শাহরুখ খান এক সময়ের প্রবল ক্ষমতাধর আরএসএস নেতা বাল ঠাকরের ভাতিজা রাজ ঠাকরের বাড়িতে গিয়েছিলেন- একথার সত্যতা নিশ্চিত করে রোববার রাজ জানান, শাহরুখ বিশেষ করে এটা বলতে এসেছিলেন যে পাকিস্তানি নায়িকা মাহিরা ভারতে ছবিটির কোনো প্রচারণায় অংশ নেবেন না। এনবিটি

নিউজওয়ান২৪.কম/আরকে