পাঁচ ওভারে ১০ নো বল, ব্যর্থ আম্পায়ার!
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শ্রীলঙ্কা। তিন ম্যাচের সবক'টিতেই তারা হেরে গিয়ে হয়েছে হোয়াইটওয়াশ। কিন্তু ইংলিশদের এ অবিস্মরণীয় সিরিজ জয়ে আম্পায়াদের রয়েছে মারাত্মক ভুল। পাঁচ ওভারের স্পেলে ১০টা নো বলই ধরতে ব্যর্থ হন আম্পায়াররা। এমন ব্যর্থতায় তাদের মান নিয়েই প্রশ্ন উঠে যায়।
এমন ঘটনাই ঘটেছে শ্রীলঙ্কা-ইংল্যান্ডের তৃতীয় টেস্টে সফরকারীদের প্রথম ইনিংসে। লঙ্কান স্পিনার লাকশান সান্দাকান ম্যাচে এক ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৭টি উইকেট নিয়েছেন। তার করা মোট ১৩টি নো বলের মধ্যে মাত্র ২টি নো বল ধরতে পেরেছেন দুই আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ভারতের সুন্দরাম রবি।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দুইবার আউট করেও উইকেটটি পাননি সান্দাকান। কারণ টিভি রিপ্লেতে চেক করে দেখা গিয়েছে দুইবারই ওভার স্টেপিং করেছেন তিনি। দুইবারই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে উইকেটে ডেকে আনা হয় স্টোকসকে। ২২ ও ৩২ রানে নো বলের কারণে বেঁচে যাওয়া স্টোকস শেষ পর্যন্ত আউট হন ৪২ রান করে।
এই ম্যাচের সম্প্রচারের দায়িত্বে থাকা 'স্কাই' জানিয়েছে নতুন তথ্য। তারা তাদের রেকর্ডেড ভিডিও দেখে বলেছে সে ইনিংসে পাঁচ ওভারের এক স্পেলে অন্তত ১২ বার ওভারস্টেপ করেছেন সান্দাকান, কিন্তু ১০ বারই ধরতে পারেননি আম্পায়াররা। দুইটি বলে স্টোকস আউট না হলে সেই দুইটিও নো বল হিসেবে ধরা হতো না বলে জানিয়েছে স্কাই।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও নো বল গুলো না ধরায় ইংল্যান্ডের জয়ে কোনো সমস্যা হয়নি। তারা ৪২ রানে জিতে ঠিকই হোয়াইটওয়াশ করার আনন্দে ভেসেছে। কিন্তু আম্পায়াদের এমন উদাসীনতা ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই নেতিবাচক বলে মতামত সকলের।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল