ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

পবিত্র শবে মিরাজ কাল

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১০ মার্চ ২০২১  

পবিত্র শবে মিরাজ

পবিত্র শবে মিরাজ


আগামীকাল বৃহস্পতিবার (১১মার্চ) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

শবে মিরাজের রাতে মুসলমানরা ইবাদত করেন। মসজিদে মিলাদ, মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেন।

দিবসটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

লাইলাতুল মিরাজ উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এদিনে মুসলমানরা ইবাদত করেন। এদিনে মহানবী রাসূলুল্লাহ (সা.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন।

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত বছর শবে মেরাজের কোনো আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।

১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত হবে।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ