ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

পদোন্নতি পেলেন এনবিআরের ২৫ উপ কর কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ৩০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৫ উপ কর কমিশনার।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর অধিশাখা থেকে ২৯ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাকের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

যেখানে বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম গ্রেডে কর কমিশনার পদে পদোন্নতি প্রদানের কথা বলা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ২৫ উপ কর কমিশনাররা হলেন- মো. কাওসার আলী, পংকজ লাল সরকার, এস এম বদিরুজ্জামান, মো. লুৎফর রহমান, মোস্তাক আহম্মেদ, মোহাম্মদ শাহ আলম, মো. মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত, দুলাল চন্দ্র পান্ডে, মোহাম্মদ আব্দুল্লাহ, কাজী আবু মাহমুদ ফয়সাল, সোহেলা সিদ্দিকা।

এছাড়া আরো আছেন- মোহাম্মদ শাহদাত হোসেন, নিগার সুলতানা, মো. মিজানুর রহমান, মো. জাহেদুল ইসলাম, মোহাম্মদ আতাউল হক, মোহাম্মদ মঈদুল হাসান, তাসমিয়া দেলাওয়ার, মুরাদ আহমেদ, মোসা. তাহমিনা আক্তার, মোসা. শামীমা পারভীন, সাহেদ আহমেদ চৌধুরী, মো. সফিউল আজম ও ফারজানা সুলতানা।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত