ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘নো’ বল নিয়ে যা ঘটল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ২২ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে ওসানে থমাসের করা শেষ বলটি ‘নো’ ঘোষণা করেন আম্পায়ার। ঠিক ওই ‘নো’ বলটাই ক্যাচ তুলে দেন লিটন দাস। এরপরেই বলটি লিগ্যাল ডেলিভারি নিয়ে মাঠে শুরু হয় বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটতো রিভিউ চেয়ে বসেন। কিন্তু শেষ পর্যন্ত বলটি নো’ই থাকলো এবং ঘোষিত ফ্রি হিট থেকে ছক্কাও আদায় করে নিলেন সৌম্য সরকার।

তবে বলটি ‘নো’ ছিল কিনা তা নিয়ে বিভক্ত ক্রিকেট ভক্তরা। টিভি রিপ্লেতে দেখা গেছে, ক্রিজের মধ্যেই পা আছে থমাসের। আর আইসিসির নিয়ম অনুযায়ী, রির্টান ক্রিজে বোলারের পা উচু কিংবা ছুঁয়ে থাকা অবস্থায় থাকলে সেটি ‘নো’ বল হবে না। সেই হিসেবে দেখলে বলটি নো নয়। কিন্তু আইসিসির ওই নিয়মে আরও কিছু কথা বলা আছে।

আইসিসির নো বল সংক্রান্ত ধারার ২১.৫.২ এ বলা আছে, বোলারের সামনের পায়ের কিছু অংশ অবশ্যই ক্রিজের মধ্যে থাকতে হবে। সেটা লেগে থাকা অবস্থা কিংবা উচু থাকা অবস্থায় থাকতে পারে। পা অবশ্যই পপিং ক্রিজের মধ্যে থাকতে হবে। তবে তার সঙ্গে দেওয়া হয়েছে একটি শর্ত জুড়ে। যদি রির্টান ক্রিজের উইকেটের পেছনে থাকা আম্পায়ার মনে করেন যে, শর্তগুলো বোলার পূরণ করতে পারেননি তবে তিনি নো বল ডাকতে পারেন। এ বিষয়ে আইসিসির ৪১.৮ ধারায় আরও বিস্তারিত বলা আছে।

এছাড়া আইসিসির ধারার ২১.১৮ অনুযায়ী, আম্পায়ার যদি একবার ‘নো’ বল ডাকেন তবে ব্যাটসম্যান কোনভাবেই আউট হবেন না। ব্যতিক্রম আছে তিনটি। ধারা ৩৪ অনুযায়ী, যদি ব্যাটসম্যান বলে দু’বার শট মারেন। বল থ্রো করলে তা ইচ্ছাকৃতভাবে আটকান এবং রান আউট হন তবে আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী, আউট হয়ে ফিরে যেতে হবে।

মাঠে যেহেতু খেলা পরিচলানার দায়িত্বে থাকেন আম্পায়ার তাই তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে অনেক বিষয়। এছাড়া ব্যাটসম্যান আউট হয়ে গেলে দায়িত্বরত আম্পায়ার সংশয় থেকে নো বল কিনা তা দেখার জন্য থার্ড আম্পায়ারের স্মরণাপন্ন হতে পারেন। কিন্তু নো বল ডাকার পরে সেটা সঠিক বল ছিল কিনা তা দেখার জন্য থার্ড আম্পায়ারের স্মরণাপন্ন হওয়ার নিয়ম নেই। আর তাই লিটনের ক্যাচ তুলে দেওয়া বলটি 'নো' বলই থাকলো।

তবে আম্পারিং নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। আম্পায়ার বলটি ডেড বল ঘোষণা করতে পারতেন বলে দেওয়া হচ্ছে যুক্তি। কিন্তু তাও নিয়মের সঙ্গে ঠিক যায় না। অনেকের মতে, সৌম্য সরকার তাই ফ্রি হিট বলটিতে ছক্কা না মেরে ব্লক করতে পারতেন। ক্রিকেট তথা উইন্ডিজ বোলারকে সম্মান দেখানো উচিত ছিল সৌম্যর।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত