ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

নেত্রীর গাড়িতে হামলাকারী ‘সেই যুবক’ এখন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫০, ১৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে হামলাকারী লন্ডন মহানগর যুবদলের সভাপতি আবুল খয়েরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, আবুল খয়েরকে গ্রেফতারের পর শুক্রবার রাতে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। 

শনিবার সকালে তাকে ওসমানীনগর থানায় নিয়ে আসে তারা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আবুল খয়ের ওসমানীনগের উছমানপুর ইউপির রাউৎখাই গ্রামের আব্দুল লতিফের ছেলে। এই প্রসঙ্গে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, চলতি বছরের আগস্টে খায়ের দেশে আসে। ওইসময় প্রধানমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগে তার নামে একটি মামলা করেন ব্রিটেনের মানচেস্টার যুবলীগের সহ-সভাপতি কালাম আহমদ।

গত ২২ আগস্ট ওসমাননীনগর থানায় তিনি মামলাটি করেন। সেই মামলায় খয়েরকে গ্রেফতার করে পুলিশ এবং বিদেশ যাতে পালাতে না পারে সে বিষয়ে দেশের বিমানবন্দরসহ সকল ইমিগ্রেশন চেক পোস্টে নিষেধাজ্ঞা দেয়া হয়।

তবে সম্প্রতি যুবদলের এই নেতা আদালত থেকে জামিন নিয়ে গোপনে পালিয়ে যুক্তরাজ্য যাবার চেষ্টা করলে তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে।

নিউজ ওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত