ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

নুসরাতের মামলায় তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১২ এপ্রিল ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার বিষয়টি আদালতের নজরে এনেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। 

আদালত বলেছেন, নুসরাতের মামলায় তদন্তে গাফিলতি পরিলক্ষিত হলে আমরা ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব।

বৃহস্পতিবার আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন বিভিন্ন প্রত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের সামনে তুল ধরে এর বিচার বিভাগীয় তদন্তের আরজি জানালে উচ্চ আদালত এ কথা বলে।

আদালত বলেন, প্রধানমন্ত্রী নিজেই এ ঘটনা পর্যবেক্ষণ করছেন। এরই মধ্যে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা আস্থা রাখুন। তদন্তে গাফিলতি দেখলে আপনারা আদালতে আসবেন, তখন আমরা ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব।
 
ফেনীর সোনাগাজীতে স্থানীয় ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন ওই মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি। এতে অধ্যক্ষের রোষানলে পড়েন নুসরাত।

গত ৬ এপ্রিল সকালে মাদরাসার সাইক্লোন সেন্টার ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন বিকেলে নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন নুসরাত। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নুসরাতকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত