নুসরাতকে মারার ঘটনা নিয়ে রাজনীতি করার কিছু নেই
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করা ও আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে রাজনীতি করার কিছু নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান।
এসময় তিনি বলেন নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করা ও আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলায় দায়িত্বরতরা গাফিলতির দায়ে সাজা পাবেন। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।
নুসরাতের ঘটনা মর্মান্তিক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সবকিছুর মধ্যে রাজনীতিকে টেনে আনা এটা সঠিক নয়। এ ঘটনার (নুসরাত হত্যা) সঙ্গে যারা যুক্ত, তারা সবাই হচ্ছে দুর্বৃত্ত। তারা যে দলেরই হোক বা ঘরানার হোক কিংবা যে গোষ্ঠীর হোক, তারা সবাই দুর্বৃত্ত। এই দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’
তিনি বলেন, এখন থেকে সবাই যেন এসব বিষয়ে সোচ্চার হন। এ ঘটনায় দায়ীরা যেন সর্বোচ্চ সাজা পায়, সে নির্দেশ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। নুসরাতের হত্যাকাণ্ড ন্যক্কারজনক। যারা দায়িত্ব অবহেলা করেছেন, তারা বুঝে শুনেই এটা করেছেন।
মন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে আলগা সোহাগ দেখানো হচ্ছে নুসরাতের পরিবারের প্রতি। তাদের তো এসব মানায় না। তারা মায়া কান্না করছেন।
নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলে সেটা ইতিবাচক হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কেননা তারাও নির্বাচন করেছেন সংসদে যাওয়ার জন্যই। তারা বিভিন্ন বিষয়ে রাজপথে সোচ্চার থাকুক, একইসঙ্গে সংসদেও সোচ্চার হোক।
নিউজওয়ান২৪/ইরু
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও