নায়িকা ‘যারা’ নির্মাতাও ‘তারা’!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
তারা প্রত্যেকেই ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তবে নির্মাতা হিসেবেও দারুণ সফল। এক সময় অভিনয় দিয়ে দর্শকের মনে শক্ত আসন তৈরি করেছেন এই অভিনেত্রীরা। তবে পরে এসে সরব হলেন নির্মাণে।
তাদের মধ্যে একজন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনায় আসেন তিনি। সেই সময় একুশে টিভিতে প্রচারিত এ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর মিমি একে একে নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’ ও ‘ডলস হাউস’।
আফসানা মিমির মতই অভিনয় থেকে নির্মাণে আসেন সুবর্ণা মুস্তফাও। তার নির্মিত দুটি নাটক হলো ‘শূন্যে’, ‘আকাশ কুসুম’।
এদিকে, ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে পর্দায় আসেন অভিনেত্রী শাওন। পরে অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লেখান এই অভিনেত্রী। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নয়া রিকশা’, ‘অসময়ে’ ও ‘বিভ্রম’। ‘কৃষ্ণপক্ষ’ শিরোনামের একটি চলচ্চিত্রও তিনি নির্মাণ করেছেন।
ছোট পর্দা এবং মঞ্চ দুই মধ্যমেই জনপ্রিয় অভিনয় শিল্পী নাজনীন হাসান চুমকী। তার পরিচালিত প্রথম নাটক ‘যে জীবন দোয়েলের শালিকের’। এটি প্রচার হয় দেশ টিভিতে। এরপর তিনি নির্মাণ করেন ‘একটি অসমাপ্ত গল্প এবং ভিনদেশী তারা’, ‘একটি রাত অতঃপর শূন্যতা’, ‘হৃৎস্পন্দন’ ও ‘পারিজাত’ নাটকগুলো।
শহীদুল হক খানের ‘তিথি’ নাটকের নাম ভূমিকায় অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় জনপ্রিয় অভিনেত্রী ঈশিতার। পরে তিনি পরিচালনাতেও নিজের কারিশমা দেখিয়েছেন। তার পরিচালিত প্রথম নাটক ‘এক নিঝুম অরণ্যে’।
শমী কায়সার। নব্বইয়ের দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৮৯ সালে আতিকুল হক চৌধুরীর ‘কেবা আপন কেবা পর’ শিরোনামের নাটকে প্রথম অভিনয়ের সুযোগ পান শমী। এরপর নির্মাতা হিসেবেও তিনি দারুণ সফলতা পেয়েছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাণের মধ্য দিয়ে তিনি প্রথম নির্দেশনায় আসেন। এরপরে এই অভিনেত্রী তার বাবা শহীদুল্লাহ কায়সারকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন। নাম ‘সংশপ্তক শহীদুল্লাহ কায়সার’।
গুণী অভিনেতা ড. ইনামুল হক ও লাকি ইনামের মেয়ে হৃদি হক। শুরুটা অভিনয় দিয়ে হলেও পরে নির্মাণে আসেন তিনি। তার পরিচালিত প্রথম নাটক ‘উনিশ বিশ’।
সর্বশেষ অভিনেত্রী তানিয়া আহমেদ। অভিনয়ের পাশাপাশি প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। ২০১২ সালে ৩৫ পর্বে ‘দ্য এ টিম’ ধারাবাহিকটি পরিচালনা করেন তানিয়া। নাটকের পাশাপাশি ‘ভালোবাসা এমনই হয়’ চলচ্চিত্রটিও পরিচালনা করেন এই অভিনেত্রী।
নিউজওয়ান২৪/জেডএস
- মিয়া খলিফা’র আয়ের হিসাব
- ‘ঝুমা বৌদি’র গোসলের ভিডিও ভাইরাল!
- নায়িকাদের প্রেমের গুঞ্জন নায়কের সঙ্গে, বিয়ে?
- ‘গর্ভবতী’ প্রভা!
- ‘গর্ভবতী’ মেহজাবিন?
- স্বামী-স্ত্রী শাকিব বুবলী?
- ‘উরু সৌন্দর্য্যই’ শ্রীদেবীকে সুপারস্টার বানিয়েছে!
- যে জনপ্রিয়তাকে ছাড়িয়ে বলিউডে সিয়াম-পূজা
- পর্ন তারকা মিয়া খলিফা সম্পর্কে কিছু তথ্য...
- হলিউডের এক্সএক্সএক্স-এ দীপিকা
- খোলামেলা প্রেম তাদের, চুমুতেও বিচলিত নন এ জুটি! (ভিডিও)
- মাত্র একমাসে মহা মেধাবী বুবলী’র ভাই!
- পর্ন ইন্ডাস্ট্রির অজানা যত তথ্য
- ভাইরাল ঝুমা বৌদির নাচ! (ভিডিও)
- শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?