নামাজে মুরসির কোরআন পাঠ শুনে কাঁদতেন সিসি, অথচ এখন...
তামিম রায়হান
প্রতীকি চিত্র
মুরসি মিসরের জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পর তাঁর দল ইখওয়ান তাঁকে জনগণের নেতা হিসেবে তুলে ধরতে নানাভাবে ব্যর্থ হয়েছে। স্বল্প মেয়াদের শাসনামলে মুরসি যে কয়েকটি অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলোর মধ্যে সিসিকে তুলে আনা ছিল অন্যতম। মুরসি যখন নামাজ পড়াতেন, তখন তাঁর কুরআন পাঠ শুনে সিসি কাঁদতেন। সিসির এই কৃত্রিম আনুগত্যে আস্থা রেখে মুরসি বড় ভুল করেছিলেন। কদিন পর এই সিসির হাতেই তিনি পদচ্যুত হলেন।
আজ মুরসি নেই। জনগণের ভোটে নির্বাচিত একজন নেতাকে দাফন করা হলো সবার অগোচরে, কেবলমাত্র পরিবারের উপস্থিতিতে। যে মিসর এখন সউদি-আমিরাত দুষ্টচক্রের হাতের পুতুল, সেই মিসরের জনগণ নিজেদের প্রাণশক্তি হারিয়েছে অনেক আগে। মুরসির মৃত্যু তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নাকাটির উপলক্ষ ছাড়া আর কিছু নয়। বিচারের নামে সিসির হাতে শাস্তিমূলক হত্যার অপমানের চেয়ে এই মৃত্যু বরং মুরসির জন্য সম্মানের।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ছাড়া আর কোনো আরব নেতা এখন পর্যন্ত মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করেননি। আরব নেতাদের রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের এমন অধঃপতন শুধু লজ্জার নয়, ঘৃণারও।
অপরদিকে আরেকটি ঘটনাও মিশর তথা আরবদের জন্য লজ্জার রেকর্ড হয়ে থাকবে। তা হচ্ছে, মুরসির জানাযা ও দাফনে হাতে গোনা কয়েকজনকে অংশ নিতে অনুমতি দিয়েছিল সিসি সরকার। দাফনের পর থেকে কঠোর নিরাপত্তা ও নজরদারিতে রাখা হয়েছে মুরসির কবরকে। কাছে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। এমনকি মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে আরবীয় ঐতিহ্যের 'আযা' আয়োজনেও পরিবারকে অনুমতি দেওয়া হয়নি। অথচ দাফনের কিছুক্ষণ পর ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে মুরসির কবরস্থানের ভেতর থেকে ফুটেজ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। এরপর যথারীতি সেই রিপোর্ট প্রচারিত হয়েছে ইসরায়েলি রাষ্ট্রীয় টিভিতে। একজন মেরুদণ্ডহীন কাপুরষ স্বৈরাচার সিসির এসব কাণ্ড ঐতিহ্য ও সভ্যতার সুতকাগার মিসরের ভাবমূর্তিকে কোন অতলে নিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যত তা বলে দেবে। আপাতত আমরা এসবের নিরব সাক্ষী হয়ে আছি।
তামিম রায়হান: কাতার প্রবাসী তরুণ সাংবাদিক ও লেখক
[এটি মুক্ত কলাম। এই বিভাগে লেখকরা মন খুলে লিখে থাকেন। তবে তাদের লেখার বিষয়বস্তু বা প্রকাশিত মত একান্ত তাদের নিজের, এর সঙ্গে নিউজওয়ান২৪.কম কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই]
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- নিউইয়র্কের রাস্তায়...
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা