ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

নানার কীর্তি

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৬ জুলাই ২০১৬   আপডেট: ০০:১১, ১০ জুলাই ২০১৬

দুস্থদের সেবায় নানা, কথা বলছেন বিপদে পড়াদের সঙ্গে           -ফাইল ফটো

দুস্থদের সেবায় নানা, কথা বলছেন বিপদে পড়াদের সঙ্গে -ফাইল ফটো

ভিন্নধর্মী অভিনয়ের আমেজে দুনিয়াজুড়ে সিনেমা দর্শকদের মাত করার আগে তার পেশা ছিল রাস্তায় জেব্রাক্রসিং আঁকা। এক্কেবারেই নিন্মস্য নিম্নতর পেশা বলা যায়। সেসময় তার মাসিক আয় ছিল মাত্র ৩৫ রুপি।

রাস্তায় জেব্রক্রসিং এঁকে অতি কষ্টে পেট চালানো মানুষটিই পরে প্রহার, অগ্নিসাক্ষী, গুলাম-এ-মুস্তাফা, ওয়েলকামসহ অসংখ্য সুপারহিট ফিল্মে অভিনয় করেন। তিনি নানা পাটেকর। যার অভিনয় শৈলী তৈরি করেছে সম্পূর্ণ আলাদা এক স্টাইল। তবে এবার নান যা করলেন তা তার মতো বলিউড স্টারদেরও অনেককে তাক লাগিয়ে দিয়েছে। দুস্থ-অসহায় দুর্গতদের সেবায় তিনি তার অর্জিত সম্পদের ৯০% দান করে দিয়েছেন।

আলোচিত ওই দান সম্পর্কে সম্প্রতি তিনি বলেন, মৃত্যুর একেবারে আগের মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার রসদ আমি পেয়ে গিয়েছি।

কী সেই রসদ?

তা হচ্ছে- দুর্গত মানুষের সেবা।

সেজন্যই তো নিজের সারা জীবনের আয়-রোজগারের প্রায় ৯০%-ই দান করে দিলেন।

জীবনে সাফল্যের সোনার হরিণ ধরা দেবার পর প্রচলিত ধারায় ভোগ-বিলাসের ডুবে যাননি নানা। পরহিতে সদা তৎপর বিনয়ী এই মানুষটি এক কামরার একটি ফ্ল্যাটে থাকেন মাকে নিয়ে।

মহারাষ্ট্রের মারাঠওয়ারা এলাকায় আত্মঘাতী ৬২ কৃষক পরিবারের কথা মনে আছে? সেই ঘটনার শিকার স্বজনহারা পরিবারগুলোকে ১৫,০০০ রুপি করে দান করেছেন নানা। নিজে ছূটে গিয়েছেন ১১২টি পরিবারের কাছে, তাদের সুখদুঃখের খবর জানতে। তার গেড়া স্বেচ্ছাসেবী সংস্থা এখন নাগপুর, লাতুর, হিঙ্গোলি, পার্বণী, নানদেদ ও ঔরঙ্গাবাদের আরও ৭০০ কৃষক পরিবারের পাশে দাড়াতে উদ্যোগী হয়েছে।

কৃষকদের কল্যাণে বিভিন্ন জায়গা থেকে প্রায় ২২ কোটি রুপি সংগ্রহ করেছে নানার সংস্থা। কৃষক পরিবারগুলির ঘরে ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছাতে শুকনো জলাশয় ও নদীগুলিকে জলে ভরানোর কাজ হাতে নিয়েছে তারা।

এসবের পাশাপাশি এখন নানা পাটকর নিজের আয়ের প্রায় ৯০% দান করে দিলেন দুর্গতদের সেবায়। শাবাস, নানাজি! আপনার মতো নানা ঘরৈ ঘরে না হোক, প্রতি জনপদে এককজন করে পয়দা হোক!

নিউজওয়ান২৪.কম/আরকে