ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

নববর্ষ উদযাপনকে নির্বিঘ্ন করতে র‌্যাবের কড়া নজরদারি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৮, ১২ এপ্রিল ২০১৬   আপডেট: ২০:০৪, ১৭ এপ্রিল ২০১৬

ঢাকা: পহেলা বৈশাখ ১৪২৩ (১৪ এপ্রিল ২০১৬) বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা বটমূলসহ সারা দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এলিট ফোর্স র‌্যাব।

এদিন দেশের বিভিন্ন স্থানে সাংকৃতিক অনুষ্ঠান, মেলা, শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোরের প্রচুর সমাগম হয়। এরই ধরবাহিকতায় ঢাকা মহানগরীর রমনা বটমূলে বাংলা নববর্ষের সর্ববৃহৎ অনুষ্ঠান আয়োজন হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সার্বিক বিবেচনায় জনগণের নিরাপত্তার প্রয়োজনে আসন্ন পহেলা বৈশাখ ১৪২৩ এর সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্তব্যনিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে র‌্যাব ফোর্সেস তার ভাবমূর্তি সমুন্নত রাখবে।

রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইন্সটিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় মেলাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেশীয় মেলা আয়োজিত হবে। উল্লেখিত এলাকাগুলোয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রমনা বটমূল এলাকাটি ‘আ্উটার’ এবং ‘ইনার পেরিমিটার’-এ বিভক্ত করে চেকপোস্ট এবং টহলসহ পর্যাপ্ত পরিমাণ রুফটপ অবজারভেশন পোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ তিন ভাগে বিভক্ত হয়ে সারা দেশব্যাপী সকল র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। তাছাড়া বাংলা নববর্ষকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারা দেশব্যাপী বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

জনগণকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সময়ে আইটার পেরিমিটারে প্রয়োজন অনুযায়ী পিকআপ/মোটরসাইকেল টহলসহ সার্বিক নিরাপত্তা ও নজরদারি সুবিধার জন্য থাকবে র‌্যাবের কন্ট্রোল রুম, আউট পোস্ট, অবজারভেশন পোস্ট এবং চেকপোস্ট। এছাড়া র‌্যাবের ইউনিফর্মধারী সদস্য, গোয়েন্দা সদস্য, বম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড টিম, মেডিক্যাল টিমের মাধ্যমে র‌্যাবের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে এবং দর্শনার্থী, আয়োজক ও শিল্পীদের মাঝেও র‌্যাব গোয়েন্দা দল নিয়োজিত থাকবে।

এছাড়াও রমনা বটমূল এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। জরুরি প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে। এইকই ধারায় প্রতিটি জেলা সমূহে অবস্থিত র‌্যাব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলেও গোয়েন্দা সদস্য ছাড়াও ইউনিফর্মধারী র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। দেশব্যাপী স্পর্শকাতর স্থান সমূহে বিশেষ করে সিনেমা হল, চিড়িয়াখানা এবং বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলায় স্ব স্ব ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত র‌্যাব সদস্যগণ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমূহের সঙ্গে সমন্বয় করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সবশেষে পহেলা বৈশাখ ১৪২৩ বাংলা নববর্ষ (১৪ এপ্রিল ২০১৬) উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে র‌্যাব। জনগণকে এলিট ফোর্স র‌্যাবের সহযোগিতা পেতে রমনা পার্কে স্থাপিত র‌্যাবের কন্ট্রোল রুমে ০১৭৭৭৭১০৩০৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এসএল

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত