ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

দেশে ফিরেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বাঁহাতের আঙুলের সংক্রমণের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার সকাল ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

চলতি বছরের ২৭ জানুয়ারি জানুয়ারি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের কনিষ্ঠায় চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হাতের ওই ইনজুরি নিয়েই একের পর এক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। 

সম্প্রতি সেই ইনজুরির জের ধরেই এশিয়া কাপ শেষ না করেই দেশে ফিরে আসতে হয় তাকে। ভর্তি হন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য সাকিবকে অস্ট্রেলিয়ার পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেলবোর্নের একটি হাসাপাতালে চিকিৎসা নেন তিনি।

অস্ট্রেলিয়া গিয়ে আঙুলের ব্যাপারে স্বস্তির খবরই পেয়েছেন সাকিব। তার আঙুলের ইনফেকশন অনেকটাই ভালো হয়ে গিয়েছে।

নতুন করে আর কোনো সমস্যা দেখা না দিলে তিন মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ক্রিকেট মাঠে ফিরতে পারবেন সাকিব। তখন যদি ব্যথা অনুভূত না হয় তাহলে পরে আর অপারেশন নাও লাগতে পারে।

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত