ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

দুই মামলায় খালেদার অভিযোগ গঠন শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মানহানির মামলায় কারাবন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।

বুধবার দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন।

এর আগে ৩১ জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস খালেদার জামিন মঞ্জুর করেন।

মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মামলায় বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেত্রী খালেদ জিয়া। তিনি রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি ও গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন।

নিউজওয়ান২৪/টিআর 

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত