ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

তেজগাঁয়ে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলি’, নিহত ২

প্রকাশিত: ০৯:০৮, ৫ এপ্রিল ২০১৯  

গতকাল (শুক্রবার) দিনগত ভোররাত ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা চেকপোস্টে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কমপক্ষে ২ জন নিহত হয়েছে। র‌্যাব দাবি করেছে নিহতরা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গণমাধ্যমে পাঠানো এসএমএস বার্তায় র‌্যাব জানায়, চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময়ে র‌্যাবের সঙ্গে একদল অস্ত্রধারী ডাকাতের গুলিবিনিময় হয়। ভোর ৪টার এ ঘটনায় আন্তঃজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।

এসময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা ও চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত