ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

তারেক জিয়ার জন্মদিনে ফিনল্যান্ড বিএনপির আলোচনা

এমরান হোসেন খান, হেলসিংকি থেকে

প্রকাশিত: ১১:৪৮, ২৪ নভেম্বর ২০১৬   আপডেট: ১২:০৩, ২৪ নভেম্বর ২০১৬

গত সোমবার কেক কেটে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে ফিনল্যান্ড বিএনপি।

সন্ধ্যায় এসপোর ওয়েস্টেনডিনের ‘বার সিয়েস্তায়’ আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি তারেক রহমানের ওপর আলোচনাও করা হয়।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

২০০৭ সালের মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তারপর থেকে আর দেশে ফেরেননি, পরিবার নিয়ে সেখানেই আছেন তিনি।

জন্মদিনের আলোচনা সভায় ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার বলেন, মিথ্যা মামলার মুখে আজ আটটি বছর তারেক রহমান লন্ডনে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সরকার নানা অন্তরায় তৈরি করে তার দেশে ফিরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে।

তারেক রহমানের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা ও সাজার রায়’ প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

একই অনুষ্ঠানে ফিনল্যান্ড বিএনপি নেতা মোকলেসুর রহমান চপল নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেন, কে জানে হয়তো গোবিন্দগঞ্জে কোনো সাঁওতালকে বিএনপি বানিয়ে দেওয়া হবে!

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ, বদরুম মনির ফেরদৌস, নাজমুল হুদা মনি, মোস্তাক সরকার, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, রাইসুল ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, সাজ্জাদ মুন্না, মীর সেলিম, মীর ইসমেইল, তাহের, জুয়েল, ফাহমিদ, জনি, জিসান, নাসি্‌ নজরুল, আশরাফউদ্দিন, শাকিল, হাসিব প্রমুখ।

নিউজওয়ান২৪.কম/পিডি

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত