তামিমের সঙ্গী কে?
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আগামীকাল ৯ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ সদস্যের স্কোয়াডে আছেন তিনি। গত ৬ ডিসেম্বর খেলেছেন ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচও।
প্রস্তুতি ম্যাচে নেমেই দুর্দান্ত শতকও হাঁকিয়েছেন দেশসেরা এই ওপেনার। ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে ওপেনিংয়ে তামিম অটোমেটিক চয়েস। কিন্তু স্কোয়াডে আছেন ওপেনিংয়ে খেলা অপর তিন ব্যাটসম্যানও। তাই টিম ম্যানেজমেন্টকে এই সিরিজে পড়তে হচ্ছে কঠিন সমস্যায়।
সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ বিবেচনা করলে ইমরুল কায়েসকে ওপেনিংয়ে নিশ্চিত ভাবেই ধরা যায় তামিমের সঙ্গী হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে রেকর্ড ৩৪৯ রান করেছেন ইমরুল। প্রথম ম্যাচে ১৪৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন। তবে শেষ ম্যাচে আবারও সেঞ্চুরির দেখা পান ইমরুল। এশিয়া কাপের মাঝপথে দেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েও ইমরুলের কাছ থেকে রান পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাই তামিমের সঙ্গে ওপেনিংয়ে অনেকটা এগিয়ে থাকবেন ইমরুল কায়েস।
সৌম্য সরকারও এই লড়াইয়ে টিকে থাকবেন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে আচমকা দলে জায়গা পেয়েছিলেন। সুযোগ কাজে লাগিয়ে সে ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস। গত ৬ ডিসেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেছেন ১০৩ রানের অপরাজিত এক ইনিংস। এছাড়া পেস বোলিং খেলতে সৌম্যর পারদর্শিতা তাকে এ ওপেনিংয়ে এগিয়ে রাখবে।
অপর ওপেনার লিটন দাস সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তেমন ভালো করতে না পারলেও টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অসাধারণ সেঞ্চুরির জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ৮৩ রানের ইনিংস। বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটির জন্য লিটন থাকবেন এগিয়ে।
বাংলাদেশের কোচ ওপেনিং সমস্যা নিয়ে গতকাল বলেছিলেন, উদ্বোধনী ব্যাটসম্যান বাছাইয়ের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বাংলাদেশকে। একটা দলের জন্য এটি কতই না চমৎকার অবস্থান। জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল ৩৪৯ করেছেন, তামিমও ফিরেছেন। লিটন ও ফর্মে, তিন নম্বরে সৌম্যও শতক করেছে। এটা আসলেই একটা স্বাস্থ্যকর অবস্থান।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল