টি-টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
উইন্ডিজের দেওয়া কঠিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই টাইগার ব্যাটসম্যান তামিম ও লিটন। লিটন এক প্রান্ত ধরে খেলতে থাকলেও বাকী ব্যাটসম্যানরা ছিলো আসা যাওয়ার মাঝে।
ক্যারিবীয়ানদের দেওয়া ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ৫১ রানে টাইগাররা পরাজিত হয় সফরকারীদের কাছে। ২-১ সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।দারুণ শুরুর পরও ধারাবহিকতা ধরে রাখতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা।একের পর এক ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ার মাশুল গুনতে হয়েছে তাদের।
কিন্তু দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে তামিম সাজঘরে ফিরে গেলেও সৌম্যকে সাথে নিয়ে দলীয় ৫০রান পাড় করেন লিটন দাস। কিন্তু বেশী দূর যেতে পারেনি এই জুটি। দলিয় ৬৫ রানের মাথায় ফ্যাবিয়ান এ্যালেনের বলে কট্রেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঠিক পরের বলে সাকিব সেই কট্রেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে ।
ঠিক এক ওভার পরেই ব্যক্তিগত এক রানে পয়েন্টে কিমো পলের বলে অ্যালেনকে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক। এদিন দাঁড়াতে পারেননি মাহমুদউল্লাহও। ৯ বলে ১১ রান করে তিনিও ফিরে সাজঘরের দিকে ফিরে যান। রিয়াদের পর কিমো পলের বলে ব্রাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। পরের বলেই রুদাফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন আরিফুল।
এর আগে টসে হেরে এভিন লুইসের ব্যাটে ভর করে ১৯০ রান করে সফরকারি উইন্ডিজ। লুইস ৩৬ বলে ৮৯ রান করেন।
শুধু বছর নয় ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরে নিউজিল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং মে-জুলাই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল