টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারে কোন ২ বাংলাদেশি?
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
ব্যক্তিগত পারফরমেন্সের টি-টুয়েন্টির নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সোমবার (২৬ নভেম্বর) প্রকাশ করা এই তালিকায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া-ভারত সিরিজ দুটির প্রভাব পড়েছে দৃশ্যমানভাবে।
বোলারদের তালিকায় প্রথমবারের মত শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার কূলদ্বীপ যাদব ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার সুবাদে ২০ ধাপ উত্থান ঘটে তৃতীয় স্থানে কূলদ্বীপ যাদবের। আর ১৭ ধাপ এগিয়েছেন অ্যাডাম জাম্পার রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।
এদিকে ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। শীর্ষে যথারীতি পাকিস্তানি বাবর আযম থাকলেও এক ধাপ উত্থানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো, এতে এক ধাপ অবনমন ঘটেছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের। এক ধাপ উত্থানে পাকিস্তানের ফখর জামান পঞ্চম থেকে চতুর্থ স্থানে এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এক ষষ্ঠ থেকে সেরা পাঁচে উঠে এসেছেন।
বোলার ও ব্যাটসম্যানদের শীর্ষ ৫ জনের তালিকায় কোনো বাংলাদেশির নাম না থাকলেও শীর্ষ অলরাউন্ডারের তালিকায় রয়েছেন দুই টাইগার। যথারীতি শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, তার পরের অবস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবী। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান রয়েছেন তৃতীয় স্থানে। শীর্ষ তিন অলরাউন্ডারের সবার রেটিং পয়েন্টই রয়েছে ৩০০-র উপরে। তালিকার শীর্ষ পাঁচে রয়েছেন আরো এক বাংলাদেশি। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনির পর সমান রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ভাগাভাগি করেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা।
একনজরে টি-২০ র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ:
বিশ্বের সেরা পাঁচ টি২০ ব্যাটসম্যান
১. বাবর আযম
২. কলিন মুনরো
৩. অ্যারন ফিঞ্চ
৪. ফখর জামান
৫. গ্লেন ম্যাক্সওয়েল
বিশ্বের সেরা পাঁচ টি২০ বোলার
১. রশিদ খান
২. শাদাব খান
৩. কূলদ্বীপ যাদব
৪. আদিল রশিদ
৫. অ্যাডাম জাম্পা
বিশ্বের সেরা পাঁচ টি২০ অলরাউন্ডার
১. গ্লেন ম্যাক্সওয়েল
২. মোহাম্মদ নবী
৩. সাকিব আল হাসান
৪. জেপি ডুমিনি
৫. মাহমুদউল্লাহ রিয়াদ ও থিসারা পেরেরা
একনজরে টি-২০ র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যান
২৫. সাব্বির রহমান- ৫৫১ পয়েন্টস
৩৫. মাহমদুউল্লাহ – ৫২১ পয়েন্টস
৩৬. তামিম ইকবাল – ৫১৩ পয়েন্টস
৪৩. সৌম্য সরকার- ৫৯১ পয়েন্টস
৪৪. সাকিব আল হাসান- ৫৯০ পয়েন্টস
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল