ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

টাকার মালা গলায় মির্জা ফখরুল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টাকার মালা পরিয়ে দেয়া হয়েছে। রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর ১০নং জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার সংলগ্ন মাদ্রাসায় নির্বাচনী সভায় এই ঘটনা ঘটে।

জনসম্মুখে দলীয় নেতাকর্মী লাইন ধরে তার গলায় টাকার মালা পড়িয়ে দেন। এরপর ফখরুল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এই আস্থার মর্যাদা সেনাবাহিনী রক্ষা করবে। জনগণ যা চায় তাই করবে। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার ব্যবস্থা করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ আছে নাকি, আওয়ামী লীগ নাই; ঘরে ঘরে এখন ধানের শীষ আছে। এই ধানের শীষের উত্তালে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। এইজন্য বিভিন্ন জায়গায় হামলা-হুমকি দিচ্ছে।

বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ফখরুল।

মির্জা ফখরুলের ভিডিওটি:-


সৌজন্যে: সময় টিভি

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত