ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জুটিবদ্ধ তাপস-সানি, এলো ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ ভিডিও!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ১৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জুটি বেঁধেছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস আর ভারতের আলোচিত নায়িকা সানি লিওন! এর আগে, ডিসেম্বরের শুরুতে দুজনের এমন ছবি ফেসবুকে শেয়ার করে আলোচিত হন তারা। তাপসের অনেক ভক্তই ওইসময় তার সঙ্গে সানিকে দেখে রীতিমত চমকে উঠেছিলেন। এরপরই জানা যায়, তাপসের গানের মডেল হচ্ছেন সানি লিওন। গানের শিরোনাম ‘লাভলি অ্যাক্সিডেন্ট’।

এবার অপেক্ষার প্রহর শেষ হলো। জি মিউজিকের ব্যানারে এবার সেই গানটি সোমবার মুম্বাই সময় রাত ৮টায় ইউটিউবে প্রকাশ পেয়েছে। শ্লোক লালের কথায় যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর। কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব। ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী। সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি প্রথম হিন্দি মিউজিক ভিডিও। এর পরিচালক ড্যানিয়েল ওয়েবার।

গানটি সম্পর্কে ড্যানিয়েল ওয়েবার বলেন, বাংলাদেশি আইকন তাপসকে নিয়ে কাজ করতে পেরে আনন্দিত। তার মতো মেধাবী শিল্পীকে নিয়ে কাজ করা সত্যিই আনন্দের। একই সঙ্গে সানি লিওনকে এই ভিডিওটির সঙ্গে যুক্ত করতে পেরে আরো উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি, তাপস ও সানি লিওনের এই ব্যতিক্রমী পারফরম্যান্স সবার ধারণা বদলে দেবে।

এদিকে, কৌশিক হোসেন তাপসের ভাষ্য, সানি লিওনের সঙ্গে একই ভিডিওতে কাজ করার অনুভূতি সত্যিই অন্য রকম। ড্যানিয়েলের আমাকে এই গানে কণ্ঠ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেটি আমার কাছে বেশ সম্মানজনক বলেই মনে হয়েছে। সানি লিওনও তার সর্বসাধ্য পারফরম্যান্সের মাধ্যমে ভিডিওটিকে অসাধারণ করে তুলেছেন। বাকি মূল্যায়ন দর্শকদের।

অন্যদিকে সানি লিওন বলেন, তাপসের মতো মেধাবী একজন বাংলাদেশি সংগীতশিল্পীর সঙ্গে কাজ করা সত্যি গৌরবের। উইন্ড অব চেঞ্জে তার পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এবার একসঙ্গে কাজ করতে পেরে দারুণ ভালো লাগছে। 

এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস দেশের সংগীতবিষয়ক একমাত্র চ্যানেল গানবাংলার স্বত্বাধিকারীও। গানবাংলা টিভিতে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে ইন্টারন্যাশনাল কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জ’ শিরোনামে প্রি-সিজন ১ ও ২ সহ মোট পাঁচটি সিজন সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।

দেশের গান পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তাপস। নিয়মিত কাজ করছেন তিনি দেশ-বিদেশের সংগীত তারকাদের সঙ্গে। এ বছরে ভারত থেকে ‘দাদাসাহেব ফালকে এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড ২০১৮ ও ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ পেয়েছেন দেশের এই গুণী সংগীতশিল্পী।

নিউজওয়ান২৪/জেডআই