ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জার্মান আওয়ামী লীগের সভাপতি সাবু সম্পাদক আব্বাস

আবু তাহির, জার্মানি থেকে

প্রকাশিত: ২০:৪৬, ৩০ জুলাই ২০১৯  

দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৭ শে জুলাই ২০১৯ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানি শাখার ত্রিবার্ষিক সম্মেলন। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দীর্ঘ দিনের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ৪০ বছর পর সকল নেতা-কর্মীর ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এই সম্মেলন।
দলীয় কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি পুনঃ নির্বাচিত হয়েছেন এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্বাস আলী চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শ্রী অনিল দাস গুপ্ত, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান।
সম্মেলনে প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। অতিথি দেশ থেকে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, গ্রিস আওয়ামী লীগ সভাপতি মান্নান মাতাব্বর, অস্ট্রিয়া আওয়ামী লীগ সভাপতি হাফিজ উদ্দিন, হল্যান্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ খান, স্পেন আওয়ামী লীগ আহবায়ক এস আই রবিন, ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি মঞ্জুরুল হাসান সেলিম, মালটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আপেল আমিন কাওছারসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।
এছাড়া বক্তব্য রাখেন, জার্মান আ.লীগ প্রবীণ নেতা কাজী আব্দুল মতিন, প্রবীণ নেতা আনোয়ারুল কবির রতন, প্রধান উপদেষ্টা আমিনুর রহমান খসরু, সহসভাপতি ইউনুস আলী খান, সহসভাপতি নূরে হাসনাত, শিপন, সহসভাপতি জিল্লুর রহমান, সহসভাপতি আযহার হোসেন, মাবু জাফর স্বপন, যুগ্মসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পুলক, যুগ্মসাধারণ সম্পাদক মোবারক আলী ভুঁইয়া বকুল, সাংগঠনিক সম্পাদক আনিস তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যুবরাজ তালুকদার, লোকমান হোসেন সালমান, সোহেল মিয়া, যুবলীগ সভাপতি আমানুল্লাহ ইসলাম, ছাত্রলীগ সভাপতি দেওয়ান আরেফিন টিপুসহ আরও অনেকে।
সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করেন জার্মান আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক শেখ বাদল আহমেদ। এবং দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সম্মেলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু।
সম্মেলন শেষে জার্মানির বিভিন্ন শহর থেকে আসা নেতাকর্মীরা নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় সভাপতি ও সা. সম্পাদক তাদের অভিমত ব্যক্ত করে বলেন, ইউরোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবে নব গঠিত জার্মান আওয়ামী লীগ। এসময় তারা সকল নেতাকর্মীকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান|
নিউজওয়ান২৪.কম/আরকে

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত