ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

`জাতীয় সংগীতে প্রেক্ষাগৃহে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়`

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২৪ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

সিনেমা হলে জাতীয় সংগীতের সময় উঠে না দাঁড়ালে কারোর দেশভক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে না। এমনটাই মনে করে দেশের শীর্ষ আদালত।


শীর্ষ আদালতের মতে, সিনেমা হলে জাতীয় সংগীত চলার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। তবে শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবেই সিনেমা হলকে এই ছাড় দেওয়া হল বলে জানিয়েছে আদালত ।

প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানোর ফরমান জারি করেছিল কেন্দ্র। কয়েক মাস আগের এই নির্দেশিকায় বলা হয়েছিল, দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ বাড়াতে এই উদ্যোগ। জাতীয় সংগীতের সময় হলে উপস্থিত সকলকে উঠে দাঁড়াতে হবে।

সেই নির্দেশের প্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ। শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষের কথা ভেবে আদালত কেন্দ্রকে এই নির্দেশ পরিবর্তনের পরামর্শ দিয়েছে।

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত