ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জরিমানার মুখে ৯ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আমদানি পর্যায়ে বেশি দামে ডলার বিক্রি করায় জরিমানার মুখে পড়ছে নয়টি ব্যাংক। ব্যাংকগুলো এক টাকারও বেশি দরে ডলার বিক্রি করছে।

ব্যাংকগুলো হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বেসিক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক (ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক) ও এক্সিম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আমদানিকারকদের থেকে যে দাম নেয়া হয়েছে, এই ব্যাংকগুলো হিসাব দেখিয়েছে তার চেয়ে কম। এভাবে প্রকৃত দর গোপন করে মিথ্যা তথ্য দেয়ায় কেন তাদের জরিমানা করা হবে না, তা জানতে চেয়ে রোববার নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এর জবাব চেয়েছে বাংলাদেশ ব্যাংক। আর জবাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আন্তঃব্যাংক দরের চেয়ে এক টাকারও বেশি দরে ডলার বিক্রি করেছে এই ব্যাংকগুলো।

তিনি বলেন, বাজারে ডলারের বাড়তি চাহিদা থাকায় এই অসৎ কাজটি করেছে নয় ব্যাংক। ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে যে দামে ডলার বিক্রি করেছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেখিয়েছে তার তুলনায় কম।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে ৮৩ টাকা ৮৫ পয়সায় ডলার বিক্রি করার নির্দেশনা দেয়া আছে। এই নয়টি ব্যাংক সে নির্দেশনা না মেনে আমদানি পর্যায়ে ৮৪ টাকা ৬০ পয়সা থেকে ৮৪ টাকা ৯৫ পয়সা পর্যন্ত দরে ডলার বিক্রি করেছে।

বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল তদন্ত করে ‘সুষ্পষ্ট অভিযোগ’ পাওয়ার পরই এ সব ব্যাংককে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান এই মুখপাত্র।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত