জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
স্টাফ রিপোর্টার
ফাইল ফটো
ঢাকা: চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাই কোর্টের দেওয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ওই সময়ের মধ্যে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত ‘লিভ টু আপলি’ করতে পারবে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে গত ২৩ ফেব্রয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলাকে সন্ত্রাস দমন আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত, জঙ্গি সংগঠন `শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের দায়ে দায়ের করা দু’টি মামলায় গত ২২ ফেব্রুয়ারি বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেন। জামিন আদেশে বলা হয়েছিল, অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত এ জামিন দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, ব্যারিস্টার শাকিলা জঙ্গিদের অস্ত্র কেনার জন্যএক কোটি আট লাখ টাকা দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ আগস্ট দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র্যাব-৭।
পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় শাকিলাকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নিউজওয়ান২৪.কম/এসএল
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা