ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

চট্টগ্রামে আ’লীগ-বিএনপির হেভিওয়েটদের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ২৮ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ বিএনপির হেভিওয়েট প্রার্থীরা।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসন থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ডা. আফসারুল আমিন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা।  

চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ। একই আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিউজওয়ান২৪

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত