গেমিং কম্পিউটারের পরে আসছে গেমিং মোবাইল
নিউজ ডেস্ক
ফাইল ছবি
গ্যামিং কম্পিউটারের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। আর এবার গেমিং কম্পিউটারের পরে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি একটি গেমিং স্মার্টফোন বাজারে এনেছে। নতুন এই গেমিং ফোনের নাম ব্ল্যাক শার্ক হেলো।
২৩ অক্টোবর, মঙ্গলবার চীনে উন্মুক্ত হয়েছে এই গেমিং ফোন। আগের থেকে বড় ডিসপ্লে ও তিনটি আলাদা র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনে। আপাতত শুধুমাত্র চীনা বাজারেই এই ফোনটি পাওয়া যাবে। চীনের বাইরের বাজারে কবে নাগাদ এই ফোন আসবে সে বিষয়ে এখনো কিছু জানায় নি নির্মানকারী প্রতিষ্ঠান শাওমি।
শাওমি জানিয়েছে, গেম খেলার সময় ব্ল্যাক শার্ক ফোনের প্রসেসরকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি। এ ছাড়াও ভালো কানেক্টিভিটর জন্য এই ফোনে থাকছে অতিরিক্ত অ্যান্টেনা।
তবে ব্ল্যাক শার্ক হেলো ফোনের প্রধান আকর্ষন ১০ জিবি র্যাম, ৬ দশমিক ০১ ইঞ্চি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এই ফোনের সঙ্গেই একটি গেম কন্ট্রোলারও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই কন্ট্রোলারের নাম ব্ল্যাক শার্ক বাইপ্লেন হ্যান্ডেল।
৬জিবি ও ৮ জিবি র্যামের ভেরিয়েন্টের ব্ল্যাক শার্ক হেলো ফোনের সঙ্গে শুধুমাত্র বাঁ দিকের কন্ট্রোলার দেয়া হলেও ১০ জিবি র্যাম ভেরিয়েন্ট কিনলে দুই দিকের কন্ট্রোলার ফোনের সঙ্গে পাবেন গ্রাহকরা।
নতুন এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩ হাজার ১৯৯ ইউয়ান বা ৩৯ হাজার টাকা, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩ হাজার ৪৯৯ ইউয়ান বা ৪৩ হাজার টাকা এবং হাই অ্যান্ড ১০ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ব্ল্যাক শার্ক হেলো কিনতে খরচ হবে ৪ হাজার ১৯৯ ইউয়ান বা ৫২ হাজার টাকা।
নিউজওয়ান২৪/জেডএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত